প্রয়াত অভিনেত্রী লরেনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা মুক্তি পাচ্ছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস আত্মহত্যা করেছেন। বাবা-মায়ের উপর অভিমান করে গত ৩০ আগস্ট নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই তরুণী। তার অকাল মৃত্যু শোবিজ অঙ্গনে বিষাদের ছায়া ফেলেছিলো।

সেই লরেন কাজ করেছিলেন একটি শর্ট ফিল্মে। সেটি এবার মুক্তি পাচ্ছে তাকে উৎসর্গ করেই।

মুহতাসিম তকির পরিচালিত এ শর্টফিল্মটির নাম ‘গল্পটা এমনই ভালো’। এর রচনা ও চিত্রনাট্য করেছেন জাহিদ প্রীতম।

কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট, বৃক্ষ ফিল্মস ও ভি ক্রিয়েশনের ব্যানারে নির্মিত শর্টফিল্মটিতে লরেন মেন্ডেস ছাড়াও অভিনয় করেছেন ইমরান সওদাগর, আদনান চৌধুরী, সালাম খান ও রাফি। জাহিদ হোসাইনের চিত্রগ্রহণে এর সম্পাদনা করেছেন অর্ণব হাসনাত। শর্টফিল্মটির প্রযোজনা করেছেন টি এইচ তন্ময়, রাব্বি রাজ ও সুলতানুজ্জামান।