29 C
Kolkata
Thursday, July 4, 2024

T20 World Cup 2024: বিরক্তি প্রকাশ করলেন অধিনয়ক, নিউইয়র্কে অনুশীলনে অভাব

Must Read

T20 World Cup 2024: বিরক্তি প্রকাশ করলেন অধিনয়ক, নিউইয়র্কে অনুশীলনে অভাব। 

ভারতীয় দলের সব খেলোয়াড় আমেরিকায় পৌঁছেছেন। ১ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট। সেখানে পৌঁছে নেট প্র্যাকটিস করছেন টিম ইন্ডিয়া। দলের হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা নিউইয়র্কে সুযোগ-সুবিধার অভাব নিয়ে বিরক্তি প্রকাশ করলেন।

অনেক খেলোয়াড়ও আইসিসি যে সুযোগ-সুবিধা দিচ্ছে তাতে খুব একটা খুশি নয় বলে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। মনে করা হচ্ছে, টিম ইন্ডিয়াকে নাসো কাউন্টির গার্ডেন সিটি ভিলেজে রাখা হয়েছে। ক্যান্টিগ পার্কে অনুশীলনের জন্য ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়রদের অভিযোগ, ক্রিকেটারদের জন্য যে ব্যবস্থা রয়েছে সেটা মাঝারি মানের।

আরও পড়ুন -  এক টেবিলে মধ্যাহ্নভোজন অনুব্রত ও পরমব্রতর, রাজনীতিতে আসছেন পরম ?

নিউইয়র্কের নাসো কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নেই কোনো আধুনিক মানের অনুশীলন সুবিধা। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে হবে ভারতকে। আগামী ১ জুন বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ পর্যন্ত তাদের ক্যান্টিগ পার্কে অনুশীলন করতে হবে। বাছাইপর্ব শেষে ফ্লোরিডায় গিয়ে ওয়েস্ট ইন্ডিজে সুপার এইটের ম্যাচ খেলবে।

আরও পড়ুন -  Vande Bharat Express: খরচ হয় কত টাকা বন্দে ভারত ট্রেন বানাতে রেলের? আয় কত হয় ট্রেন থেকে?

আইসিসি এই বিষয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ্যে দেয়নি।

টুর্নামেন্ট শিডিউলঃ

আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল। তারপর ৯ জুন পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। ভারত ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে। গ্রুপ পর্বে টিম ইন্ডিয়ার শেষ ম্যাচ হবে আগামী ১৫ জুন কানাডার বিরুদ্ধে।

আরও পড়ুন -  নীনা গুপ্তাকে রাত কাটানোর প্রস্তাব দিয়েছিলো পরিচালক, আত্মজীবনীতে প্রকাশ

ভারতের স্কোয়াডঃ

1)রোহিত শর্মা (অধিনায়ক)
2)হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক)
3)যশস্বী জয়সওয়াল
4)বিরাট কোহলি
5)সূর্যকুমার যাদব
6)ঋষভ পন্থ (উইকেটরক্ষক)
7)সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক)
8)শিবম দুবে
9)রবীন্দ্র জাদেজা
10)অক্ষর প্যাটেল
11)কুলদীপ যাদব
12)যুজবেন্দ্র চাহাল
13)অর্শদীপ সিং
14)জাসপ্রিত বুমরাহ
15)মোহাম্মদ সিরাজ

রিজার্ভ:

• শুভমান গিল
• রিঙ্কু সিং
• খলিল আহমেদ
• আবেশ খান

Latest News

Dance Video: একটি ডান্স স্টুডিওতে একটি হিন্দি গানে যুবতীর মন্ত্রমুগ্ধ নাচ, ভিডিও ভাইরাল হয়েছে

Dance Video: একটি ডান্স স্টুডিওতে একটি হিন্দি গানে যুবতীর মন্ত্রমুগ্ধ নাচ, ভিডিও ভাইরাল হয়েছে। বর্তমানে ডিজিটালাইজেশনের কারণে বেশিরভাগ মানুষ স্মার্টফোন...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img