টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বনধ ব্যর্থ করায় আসানসোলের মানুষকে ধন্যবাদ জানিয়ে মিছিল করেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু ওয়ালিয়া ৷ বৃহস্পতিবার সকালে দেশের দশটি ট্রেড ইউনিয়নের ডাকে বনধের বিশেষ প্রভাব দেখা যায়নি আসানসোলে ৷ যদিও কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী ও কৃষক বিরোধী নীতির প্রতিবাদেই বৃহস্পতিবার সারা ভারত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল ৷ তবে এদিন সকাল থেকেই আসানসোলের সর্বত্র বাজার ও দোকানপাট খুলতে দেখা যায় ৷ পাশাপাশি যান বাহন চলাচলও স্বাভাবিক ছিল ৷ এই প্রেক্ষিতে তৃণমূলের শ্রমিক নেতা রাজু ওয়ালিয়া বলেছেন, বনধের রাজনীতি পশ্চিম বাংলার মানুষ প্রত্যাখান করেছে ৷ ৩৪ বছরে শ্রমিক স্বার্থে সিপিআই (এম) কিছূ করেনি ৷ মানুষ তাদের ছুঁড়ে ফেলেছে ৷ এরপরেও ভোটের সময় সিপিএম বিজেপিকে সহায়তা করে ৷ মানুষ এই রাজনীতি ধরে ফেলেছে ৷ তাই আগামী বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস বিজেপি শূন্য হয়ে যাবে।
বনধ ব্যর্থ করায় আসানসোলের মানুষকে ধন্যবাদ জানিয়ে মিছিল করেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু ওয়ালিয়া
Published By: Khabar India Online |
Published On: