বনধের সমর্থনে মিছিল ও পাল্টা মিছিল আসানসোলে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বনধের সমর্থনে মিছিল ও পাল্টা মিছিল আসানসোলে ৷ বৃহস্পতিবার দেশের বাম সমর্থিত দশটি ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী ও শ্রমিক বিরোধী নীতির জন্যে সারা ভারত ধর্মঘটের ডাক দেয় ৷ এই ধর্মঘটে বৃহস্পতিবার সকালে মিশ্র প্রভাব পড়তে দেখা যায় ৷ বৃহস্পতিবার সকালে আসানসোলের গীর্জা মোড় থেকে বিভিন্ন ট্রেড ইউনিয়নের সমর্থকেরা বনধের সমর্থনে মিছিল করে দোকানদার ও পথ চলতি মানুষদের কাছে ধর্মঘটে সাড়া দেওয়ার আবেদন রাখেন ৷ পাশাপাশি সিটি বাস স্ট্যাণ্ডে এসেও তারা উপস্থিত হন ৷ এর ফলে বনধের সমর্থনে বেসরকারি যান চলাচল বিশেষ চোখে পড়েনি ৷ তবে টোটো অটো চলাচল করছে ৷ অন্যদিকে আসানসোলের বাজার হাটও এক প্রকার বন্ধ থাকে ৷ তবে পাড়ার ছোটো দোকানগুলি খোলা থাকতে দেখা যায় ৷ তবে বাম সমর্থিত ট্রেড ইউনিয়নের মিছিলটি এরপর আসানসোলের বিএনআর মোড়ে গিয়ে জমায়েত হয় ৷ যেখানে সিপিআই(এম) এর জোনাল নেতা পার্থ মুখার্জি দাবি করেন, বনধের সমর্থনে আসানসোলের মানুষ সাড়া দিয়েছে ৷ জরুরি পরিষেবা ছাড়া সমস্ত যান চলাচল বন্ধ রয়েছে ৷ মানুষের কাছে বনধকে সমর্থনের আবেদন রাখা হচ্ছে ৷ যদিও এদিন আসানসোলের রাস্তায় সরকারি বাসগুলি চলাচল করতে দেখা যায় ৷ অন্যদিকে তৃণমূলের শ্রমিক নেতা রাজু ওয়ালিয়ার নেতৃত্বে আসানসোলের সিটি বাজার অঞ্চলে বনধ বিরোধী মিছিল করতে দেখা যায় ৷ মিছিল শেষে রাজু ওয়ালিয়া বলেন, পশ্চিম বঙ্গ তথা আসানসোলের মানুষ বনধ কে প্রত্যাখান করেছে ৷ সিপিআই(এম) ৩৪ বছর ক্ষমতায় থেকেও শ্রমিকদের জন্য কিছু করেনি ৷ এখন ভোটের সময় বিজেপিকে সহায়তা করে ৷ মানুষ এই রাজনীতি ধরে ফেলেছে ৷ আগামী বিধান সভা নির্বাচনে সিপিআই( এম) কংগ্রেস ও বিজেপি শূন্য হয়ে যাবে ৷

আরও পড়ুন -  বিজেপি 'ভিখারির দল' এই বলে আখ্যা দিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক