টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বৃহস্পতিবার তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের অন্যান্য জায়গার সাথে আসানসোলেও সংবিধান দিবস পালন করা হয় ৷ এদিন সংবিধান দিবস উপলক্ষ্যে আসানসোল উত্তর বিধান সভার অন্তর্গত ১ নং ব্লকের পক্ষ থেকে গুরুদাস চ্যাটার্জির নেতৃত্বে একটি মিছিল বের করা হয় ৷ মিছিলটি শেষ হয় আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে ৷ যেখানে মাল্যদান পর্ব সেরে গুরুদাস চ্যাটার্জি বলেন, কেন্দ্রের সরকার তথা বিজেপি দেশের সাধারণ নাগরিকদের সাংবিধানিক অধিকারগুলি খর্ব করতে চাইছে ৷ সংবিধানের যে সমতা বিধানের ভাবধারা তা আর অক্ষুন্ন থাকছে না ৷ সমস্ত প্রকারের সংরক্ষণ তুলে দিতে চাইছে বিজেপি সরকার ৷ একই সাথে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দিয়ে কেন্দ্রের হাতেই সমস্ত ক্ষমতার বদল ঘটাতে চাইছে ৷ তাদের মূল্য লক্ষ্য হোলো বাংলার শান্তির বাতাবরণ নষ্ট করে উত্তর প্রদেশ ও গুজরাটে পরিণত করা ৷ যা কখনই মেনে নেওয়া সম্ভব নয় ৷ তাই এদিন দলের নির্দেশ অনুসারে সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকর সহ বিভিন্ন মনীষীদের পায়ে মাল্যদান সহ বাংলাকে গুজরাট বানাতে না দেওয়ার অঙ্গীকারে সংবিধান দিবস উদযাপন করা হচ্ছে ৷