Gold Price Today: মুখে হাসি ফুটেছে ক্রেতাদের সোনার দাম শুনে, তা হলে আজকে কলকাতায় দাম কি?

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: মুখে হাসি ফুটেছে ক্রেতাদের সোনার দাম শুনে, তা হলে আজকে কলকাতায় দাম কি?

জৈষ্ঠ্য মাসে বিয়ের জন্য ব্রাইডাল সাজে সাজুগুজু করছেন হাজারো তন্বী। এই জৈষ্ঠ্য মাসেও বাংলায় চলছে বিয়ের মরশুম। কিন্তু এই সাত পাকে বাঁধা পড়ার সময় সোনার দামে বৃদ্ধিতে চিন্তায় রেখেছে মধ্যবিত্তদের। সোনা কিনতে গেলে মাথায় হাত দিতে হচ্ছে। হলুদ ধাতুর মহার্ঘ হয়ে ওঠার বিষয়টি ক্রমেই উদ্বেগের কারণ হচ্ছে। প্রতিদিন অব্যহত সোনার মূল্যবৃদ্ধি।

আরও পড়ুন -  সোনার দাম রকেট গতিতে বাড়ছে, আজকে কি দাম বাড়লো না কমলো?

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্ধ্বমুখী। আজকে সপ্তাহের দ্বিতীয় দিন মানে মঙ্গলবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম হয়েছে নিম্নমুখী। এদিন বৃদ্ধি অথবা হ্রাস পায়নি রূপোর দাম। তা হলে আজকে কলকাতায় সোনার দাম দেখুন।

আজকে কলকাতায় সোনার দাম-(২১.০৫.২০২৪-মঙ্গলবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৩,৭৫০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৭,৬০০ টাকা।
গতকাল কলকাতায় ছিল সোনার দাম-(২০.০৫.২০২৪-সোমবার)।

আরও পড়ুন -  Gold Rate Today: ৯ এপ্রিল ২০২৫, বুধবার – সোনার বাজারে হালচাল

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৪,০২০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৭,৮৫০ টাকা।

আজ মূল্যহ্রাস।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
২৭০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
২৫০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (২১.০৫.২০২৪-মঙ্গলবার)
৮৯,১০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২০.০৫.২০২৪-সোমবার)
৮৯,১০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  Paayel Sarkar: খোলা পিঠের ছবি পোস্ট করলেন অভিনেত্রী পায়েল সরকার, ব্লাউজ ছাড়া !

আজ মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ব বাজারে অল্প হয়েছে ঊর্ধ্বমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২৩৬০.৫০ মার্কিন ডলার। আজকে অল্প বেড়ে হয়েছে ২৩৭৭.৩০ মার্কিন ডলার। তার প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা নেই। আজকে দেশীয় বাজারে সোনার দাম হয়েছে নিম্নমুখী।

ট্যাগঃ

সোনার দাম কলকাতায় আজকে, কমেছে, রূপো