Post Office Scheme: সুরক্ষায় দুর্দান্ত লাভজনক এই স্কিম পড়ুন, রোজ ১৮ টাকা রাখলে পাবেন ৩ লক্ষ টাকা, শিশু সুরক্ষায় লাভজনক স্কিমটি

Published By: Khabar India Online | Published On:

Post Office Scheme: সুরক্ষায় দুর্দান্ত লাভজনক এই স্কিম পড়ুন, রোজ ১৮ টাকা রাখলে পাবেন ৩ লক্ষ টাকা, শিশু সুরক্ষায় লাভজনক স্কিমটি। 

মানুষ ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন। বয়েস কালে তা হলে চিন্তায় পরতে হবে না। কেউ দেখুক বা না দেখুক। তাই সঞ্চয় করে রাখেন। যারা কর্মজীবন শুরু করেছেন তারা রোজগার করা অর্থের কিছুটা রেখে দেন। কিন্তু টাকাটা কোথায় রাখলে আর চিন্তা করতে হবে না নিশ্চিত থাকা যাবে।

এক্ষেত্রে অনেকেই ভরসা করেন পোস্ট অফিসের (Post Office Scheme) নানান স্কিমের উপরে। এই স্কিমগুলিতে টাকা যেমন সুরক্ষিত থাকে, আবার তেমনি নিশ্চিত রিটার্নও পাওয়া যায়।

আরও পড়ুন -  Viral Reel Video: পাহাড়ের মাঝে বলিউড গানের তালে মোহময়ী নৃত্য, ঝড় তুললেন সুন্দরী যুবতী! দেখলে চোখ ফেরাতে পারবেন না

পোস্ট অফিসের বাল জীবন বিমা যোজনা স্কিমের ব্যাপারে পড়ুন। শিশুদের জন্য বিশেষ এই স্কিম জীবন বিমা কভার প্রদান করার সাথে সাথে দেয় নিশ্চিত রিটার্ন। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পটিতে সামর্থ্যের উপরে ভিত্তি করে রোজ ৬ টাকা থেকে ১৮ টাকা পর্যন্ত জমা করতে পারবেন।

আবার কেউ যদি রোজ ৬ টাকা করে জমা করেন, মেয়াদ পূর্ণ হওয়ার পর পাবেন ১ লক্ষ টাকা। আবার যদি কেউ রোজ ১৮ টাকা করে জমা করেন, ম্যাচুরিটির সময়ে তিনি পাবেন ৩ লক্ষ টাকা।

আরও পড়ুন -  Post Office-দারুন স্কিম আনল, ২ লাখ টাকা বিনিয়োগ করলে সুদ থেকে আয় এই টাকা

এই স্কিমে বিনিয়োগ করতে হলে শিশুর বয়স হতে হবে ৫ থেকে ২০ বছরের মধ্যে। সাথে বাবা-মায়ের বয়সও ৪৫ বছরের বেশি হলে হবে না। উল্লেখ্য, দুই সন্তানের ক্ষেত্রেই এই স্কিম করতে পারবেন। দুই এর অধিক সন্তান থাকলে এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে না। দুই সন্তানের জন্য যদি রোজ ৬ টাকা করে ৩৬ টাকা সঞ্চয় করা যায়, মেয়াদ পূর্তির পর পাওয়া যাবে মোট ৬ লক্ষ টাকা।

আরও পড়ুন -  Japan: প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া সফরের কয়েক ঘণ্টা পর, জাপানি প্রধানমন্ত্রী ইউক্রেনে

এই স্কিমে বিনিয়োগকারী মানে বাবা-মায়ের যদি মেয়াদ পূর্তির আগে মৃত্যু হয়, তাহলে প্রিমিয়াম মকুব করে দেওয়া হবে। তখন পলিসির প্রিমিয়াম দিতে হবে না।

চাইল্ড ইনস্যুরেন্স এর অধীনে প্রত্যেক বছর ১০০০ টাকার পরিমাণে ৪৮ টাকা বোনাস পাওয়া যায়। আবেদনকারীর পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র জমা দিলেই এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

ট্যাগঃ
শিশু বীমা, পোস্ট অফিস, পোস্ট-অফিস-স্কিম