23 C
Kolkata
Tuesday, May 7, 2024

সার্বভৌম স্বর্ণ বন্ড কর্মসূচি ২০২০-২১ (চতুর্থ পর্ব) – বিনিময় মূল্য

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারত সরকারের গত ১৩ই এপ্রিল জারি করা বিজ্ঞপ্তি নম্বর F.No.4(4)-B/(W&M)/2020 অনুযায়ী, সার্বভৌম স্বর্ণ বন্ড ২০২০-২১ (চতুর্থ পর্ব) – এর লেনদেন আগামী ৬ থেকে ১০ই জুলাই পর্যন্ত চলবে। ১৪ই জুলাই বন্ডের সমগ্র লেনদেন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। এই বন্ডগুলির বিনিময় মূল্য স্থির হয়েছে প্রতি গ্রামে ৪ হাজার ৮৫২ টাকা। ইতিমধ্যেই গত তেসরা জুলাই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এক প্রেস বিবৃতি মারফৎ স্বর্ণ বন্ডগুলির বিনিময় মূল্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন -  দ্বিতীয় জাতীয় জল শক্তি পুরস্কার

কেন্দ্রীয় সরকার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, যে সমস্ত বিনিয়োগকারী এই বন্ডগুলির জন্য অনলাইনে আবেদন করবেন এবং ডিজিটাল উপায়ে বিনিময় মূল্য মেটাবেন, তাঁদেরকে প্রতি গ্রামে বিনিময় মূল্যের ওপর ৫০ টাকা ছাড় দেওয়া হবে। এই ছাড়ের ফলে স্বর্ণ বন্ডের প্রতি গ্রামে বিনিময় মূল্য দাঁড়াবে ৪ হাজার ৮০২ টাকা।

আরও পড়ুন -  Jaya Bachchan: বাঙালি অভিনেত্রী জয়া বচ্চনের জন্মদিন আজ

Latest News

গরম থেকে একটু শান্তি পেতে দিঘা-দার্জিলিং যাওয়ার জন্য ট্রেন দিল রেল!

গরম থেকে একটু শান্তি পেতে দিঘা-দার্জিলিং যাওয়ার জন্য ট্রেন দিল রেল! এই তাপপ্রবাহ থেকে একটু শান্তি পেতে এবার রেল দিলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img