Pension: পেনশন প্রক্রিয়াকে ঢেলে সাজানো হচ্ছে, নতুন পোর্টালে মিলবে দারুণ সুবিধা

Published By: Khabar India Online | Published On:

Pension: পেনশন প্রক্রিয়াকে ঢেলে সাজানো হচ্ছে, নতুন পোর্টালে মিলবে দারুণ সুবিধা। 

 

কেন্দ্রীয় সরকারের পেনশন ভোগী (Central Government Pensioners) কর্মচারীদের জন্য চালু করা হল একটি নতুন পোর্টাল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় নতুন পোর্টাল চালু করা হয়েছে কেন্দ্রের পক্ষে।

ইন্ট্রিগ্রেটেড পেনশনার পোর্টাল নামে এই অনলাইন পোর্টালটি পাঁচটি ব্যাঙ্কের পেনশন প্রক্রিয়া ও পেমেন্ট পরিষেবাকে নিয়ে আসছে এক জায়গায়।

আরও পড়ুন -  France: গ্রেপ্তার ২৭, ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ, ফ্রান্সে

সবকিছু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে তখন পেনশন পরিষেবাকেও ডিজিটাল করতে ও পেনশনভোগী কর্মচারীদের জীবনযাত্রার মানকে আরো সহজ করতে এই পোর্টালটি শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে ডেভলপমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনারস ওয়ালফেয়ারের তরফে।

কী সুবিধা আছে এই পোর্টালে?

জানা যাচ্ছে, পাঁচটি ব্যাঙ্কের সাথে যুক্ত পেনশনভোগী কর্মচারীরা তাদের পেনশন সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যাবেন পোর্টালে। পেনশন স্লিপ, লাইফ সার্টিফিকেট এবং ফর্ম ১৬ দেখা যাবে এই পোর্টালে। অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের মাসিক পেনশন স্লিপ এবং লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পর সেটির স্ট্যাটাস দেখা যাবে পোর্টালে। উল্লেখ্য, আগে শুধুমাত্র এসবিআই ব্যাঙ্কের পেনশনভোগীরাই এই সুবিধা পেতেন।

আরও পড়ুন -  Pension Plan: এবার সরকারের বড় পদক্ষেপ, সঠিক সময়ে পেনশন দেওয়া

এখন ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও কানাড়া ব্যাঙ্ক যুক্ত হয়েছে এই পোর্টালে।

পেনশন প্রক্রিয়াকে ডিজিটালাইজ করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে। উল্লেখ্য, এই ইন্টিগ্রেটেড পেনশনার পোর্টালের প্রধান অংশ হল ভবিষ্য পোর্টাল। পেনশন প্রক্রিয়া ও পেমেন্ট পরিষেবাকে সম্পূর্ণ ডিজিটাল করা। তাতে প্রবীণ ব্যক্তিরাও ডিজিটাল প্রক্রিয়ার সাথে পরিচিত হবেন।

আরও পড়ুন -  Kolkata Metro Mega Station: নিউ গড়িয়া কি মেগা স্টেশন হচ্ছে? বারুইপুরও যুক্ত হবে মেট্রো রুটে

পেনশনভোগী কর্মচারীদের জীবনযাত্রার মানকে আরো সহজ করে তুলতেই এই পোর্টালটি শুরু।

ট্যাগঃ

পেনশন, পেনশন-পোর্টাল, কেন্দ্রীয় সরকারের পেনশন ভোগী