Railway Group D Recruitment: গ্রুপ-ডিতে নিয়োগ ভারতীয় রেলে, আবেদনের নিয়ম জানুন

Published By: Khabar India Online | Published On:

Railway Group D Recruitment: গ্রুপ-ডিতে নিয়োগ ভারতীয় রেলে, আবেদনের নিয়ম জানুন। 

খুশির খবর দিল ভারতীয় রেল চাকরিপ্রার্থীদের জন্য। সম্প্রতি ভারতীয় রেলের পক্ষ থেকে Group D পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

উল্লেখ্য উত্তর রেলওয়ে স্পোর্টস কোটার মাধ্যমে Group D প্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বের করেছে। রয়েছে ৩৮ টি শূন্য পদ। দশম শ্রেণী উত্তীর্ণ প্রার্থী ও ক্রীড়া কৃতিত্বের অধিকারী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন -  Sandy Saha: হাসছে নেটজনতা, স্যান্ডি বাড়ির ছাদে কমলা গানে তুমুল নাচ দেখে

আবেদন করবেন কি ভাবে জানুনঃ

Railway Group D Recruitment:
Post Name – Group D
শূন্যপদ – ৩৮ টি

শিক্ষাগত যোগ্যতাঃ এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে দশম শ্রেণি বা তার সমমানের পাস থাকতে হবে।

যাদের স্নাতক অথবা স্নাতক উত্তর ডিগ্রী রয়েছে তারাও শংসাপত্র জমা দিতে পারবেন।

12 তম গ্রেড, স্নাতক অথবা স্নাতকোত্তর, তাদের প্রাসঙ্গিক শংসাপত্র জমা দিতে হবে।

আরও পড়ুন -  IND vs WI: জয়ের জন্য নির্বাচনের ক্ষেত্রে বড় উত্থান-পতন হবে, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে

নির্বাচন প্রক্রিয়াঃ

নিয়োগের প্রক্রিয়া শুরু হয় Application Review এবং Document Verification দিয়ে।

তারপর প্রার্থীদের ক্ষমতা মূল্যায়ন করার জন্য ক্রীড়া টায়ালের পরীক্ষা দিতে হবে। তারপর যাদের বাছাই করা হবে তাদের মেডিকেল পরীক্ষা দিতে হবে।

খেলাধুলার কৃতিত্ব, শিক্ষাগত যোগ্যতা এবং পরীক্ষামূলক কর্মক্ষমতার উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি হবে।

কীভাবে আবেদন করবেন?

“Northern Railway” ওয়েবসাইটে আগে যান।
‘Recruitment’ সেকশনে যেতে হবে।
Job Advertisement এ গিয়ে ভালোভাবে ইন্সট্রাকশন দেখে নেবেন।
যোগ্যতার মানদণ্ড পূরণ হয়ে গেলে, তারপর সঠিক তথ্য দিয়ে এপ্লিকেশন ফর্মটি পূরণ করে দিতে হবে।
তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে, নির্ধারিত ফি দিয়ে সাবমিট করে দিন।
আবেদন করার শেষ তারিখ-১৬/০৫/২০২৪

আরও পড়ুন -  Aindrila-Sabyasachi: অভিনেতা সব হারিয়ে নিঃস্ব, মৃত্যুর কাছে হার মানলো, সব্যসাচী-ঐন্দ্রিলার ভালোবাসা

ট্রায়াল এর প্রত্যাশিত তারিখ- ১০/০৬/২০২৪

আবেদন করার আগে অবশ্যই উত্তর রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল বিজ্ঞপ্তি আগে দেখুন।

ট্যাগঃ
রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ, রেলওয়ে-নিয়োগ