অস্ট্রেলিয়ার হাই কমিশনার মিঃ ব্যারি ও’ ফ্যারেল এও নৌবাহিনীর পশ্চিমাঞ্চলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ অস্ট্রেলিয়ার হাই কমিশনার মিঃ ব্যারি ও’ ফ্যারেল এও, মুম্বাইতে অস্ট্রেলিয়ার উপরাষ্ট্রদূত মিস সারা রবার্টস এবং তিন সদস্যের প্রতিনিধি দল ২৩শে নভেম্বর নৌবাহিনীর পশ্চিমাঞ্চলীয় প্রধান, ভাইস অ্যাডমিরাল অজিত কুমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব ও ভারত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলির মধ্যে অভিন্ন সামুদ্রিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে। নৌবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের বিমান বহনকারী ডকটিও হাই কমিশনার ঘুরে দেখেন।

আরও পড়ুন -  Aindrila Sharma: ঐন্দ্রিলা ক্যান্সারকে পরাজিত করে আবার অভিনয় জগতে

মিঃ ফ্যারেলের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদ্য শেষ হওয়া ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ নৌ-মহড়া মালাবার ২০২০-তে অস্ট্রেলীয় নৌবাহিনীর রণতরী এইচএমএএস ব্যালার্ট অংশ নিয়েছিল। মালাবার নৌ-মহড়ার দুটি পর্যায়েই অস্ট্রেলিয়া যোগ দেয়।

আরও পড়ুন -  Jio 5G ফোন আসছে, আগ্রহীদের জন্য সুখবর

কমনওয়েল্থ গোষ্ঠীভুক্ত দুটি রাষ্ট্রের মধ্যে সু-সম্পর্কের জন্য অস্ট্রেলিয়ার হাই কমিশনারের এই সফর, দুই দেশের নৌ-বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াবে। সূত্র – পিআইবি।