TRP: পর্ণাকে টক্কর দিচ্ছে ‘ফুলকি’, পিছিয়ে নেই শ্যামলীও, প্রকাশ্যে টিআরপি লিস্ট

Published By: Khabar India Online | Published On:

TRP: পর্ণাকে টক্কর দিচ্ছে ‘ফুলকি’, পিছিয়ে নেই শ্যামলীও, প্রকাশ্যে টিআরপি লিস্ট। 

বাংলা টেলিভিশন সিরিয়াল: এক ঝলক
বাংলা টেলিভিশন সিরিয়াল দীর্ঘদিন ধরে বাঙালিদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম।

বিভিন্ন ধরনের সিরিয়াল:

বাংলা টেলিভিশনে বিভিন্ন ধরণের সিরিয়াল দেখা যায়। পারিবারিক, রোমান্টিক,
থ্রিলার, ঐতিহাসিক, কমেডি, সামাজিক – সব ধরণের গল্পই সিরিয়ালে ফুটে
ওঠে।

সিরিয়ালের প্রভাব:

বাংলা টেলিভিশন সিরিয়াল শুধু বিনোদনই প্রদান করে না, বরং
সামাজিক বার্তাও দেয়। অনেক সিরিয়াল নারীর ক্ষমতায়ন,
শিশুশিক্ষা, সমাজের কুসংস্কার ইত্যাদি
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।

প্রতি বৃহস্পতিবার এর জন্য অপেক্ষা করেন দর্শকরা। কেন জানেন? কোন বাংলা সিরিয়াল আগে উঠে এলো, কে একটু কম নম্বরের জন্য পিছিয়ে গেল এই সব কিছু জানার জন্য।

আরও পড়ুন -  বাংলা সিরিয়ালের ‘ মোহর ’ এর আসল পরিচয় জানুন, বিয়ে করেন ২০১৫ সালে !

এই সপ্তাহের খবর এসেছে। এ সপ্তাহেও নিম ফুলের মধু আছে টপে। কিন্তু নিম ফুল একা নয়। একই সাথে প্রথম স্থানে জায়গা করেছে ফুলকি। এই দুই সিরিয়ালের ঝুলিতে এলো ৭.৭ নম্বর। পিছিয়ে ৭.২ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে আছে জগদ্ধাত্রী। কোন গোপনে মন ভেসেছে উঠে এসেছে তিন নম্বরে।

নম্বর পেয়েছে ৬.৯। চতুর্থ স্থানে এসেছে গীতা এলএলবি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৩। আবার পাঁচ নম্বরে রয়েছে ‘কথা’। এই ধারাবাহিকটি এবার পেয়েছে ৬.০ নম্বর।

ছয় নম্বরে জায়গা করেছে ‘জল থই থই ভালোবাসা’। এই সিরিয়ালটি পেয়েছে ৫.১ নম্বর। সাত নম্বরে রয়েছে ‘বঁধূয়া’। এই সিরিয়ালটি পেয়েছে ৫.০ নম্বর। ৪.৮ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে জায়গা পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘আলোর কোলে’।

আরও পড়ুন -  Mandakini: মুখ খুললেন মন্দাকিনী, স্তন্যপানের দৃশ্যকে অশ্লীল তকমা, বিতর্কের জবাব

নয় নম্বরে জায়গা করে নিয়েছে জি এর নতুন সিরিয়াল ‘অষ্টমী’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৪.৬। শেষ দশম স্থানে জায়গা পেয়েছে ‘কার কাছে কই মনের কথা’। এই সিরিয়াল পেয়েছে ৪.৩ নম্বর।

সম্পূর্ণ টিআরপি তালিকাঃ

(১) নিম ফুলের মধু, ফুলকি- ৭.৭
(২) জগদ্ধাত্রী- ৭.২
(৩) কোন গোপনে মন ভেসেছে- ৬.৯
(৪) গীতা LLB- ৬.৩
(৫) কথা- ৬.০
(৬) জল থই থই ভালোবাসা- ৫.১
(৭) বধূয়া- ৫.০
(৮) অনুরাগের ছোঁয়া, আলোর কোলে- ৪.৮
(৯) অষ্টমী- ৪.৬
(১০) কার কাছে কই মনের কথা- ৪.৩
(১১) তুমি আশেপাশে থাকলে- ৪.২
(১২) মিঠিঝোরা- ৪.১
(১৩) হরগৌরী পাইস হোটেল, লাভ বিয়ে আজকাল- ৪.০
(১৪) তোমাদের রাণী- ৩.৯
(১৫) চিনি- ২.৯
(১৬) মন দিতে চাই- ২.৮
(১৭) যোগমায়া- ২.৭
(১৮) রামপ্রসাদ- ২.৫
(১৯) শ্রীকৃষ্ণ লীলা- ১.৯
রিয়েলিটি শো
(১) দিদি নাম্বার ওয়ান- ৫.৪
(২) জলসা ফিকশন- ৫.২
(৩) দাদাগিরি- ৪.২
(৪) ঘরে ঘরে জি বাংলা- ১.০

আরও পড়ুন -  Popular Pair: নতুন যাত্রা শুরু করতে চলেছে জনপ্রিয় জুটি, শঙ্খ ও মোহর
উপসংহার:

বাংলা টেলিভিশন সিরিয়াল বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
দর্শকদের বিনোদন ও শিক্ষার পাশাপাশি
সামাজিক বার্তা দেওয়ার ক্ষেত্রেও
এই সিরিয়ালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ট্যাগঃ
বাংলা সিরিয়াল, জগদ্ধাত্রী, নিম ফুলের মধু, ফুলকি, টিআরপি