TRP BANGLA: সিরিয়াল ময়দানে ‘অষ্টমী’ ও ‘পর্ণা’ ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে, টিআরপি তালিকায় এখন কে কোথায় রয়েছে?

Published By: Khabar India Online | Published On:

TRP BANGLA: সিরিয়াল ময়দানে ‘অষ্টমী’ ও ‘পর্ণা’ ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে, টিআরপি তালিকায় এখন কে কোথায় রয়েছে?

বাংলা টেলিভিশন সিরিয়াল।

বাংলা টেলিভিশন সিরিয়ালগুলি একটি জনপ্রিয় বিনোদন মাধ্যম। এই সিরিয়ালগুলি সাধারণত দীর্ঘস্থায়ী হয় এবং প্রতিদিন প্রচারিত হয়।

বাংলা টেলিভিশন সিরিয়ালের বৈশিষ্ট্য।

দীর্ঘস্থায়ী: এই সিরিয়ালগুলি সাধারণত অনেক পর্ব ধরে চলে।
দৈনিক প্রচার: এগুলি সাধারণত প্রতিদিন প্রচারিত হয়।
পারিবারিক দর্শকদের লক্ষ্য করে তৈরি: এই সিরিয়ালগুলি সাধারণত পরিবারের সব সদস্যের জন্য উপযুক্ত।
মেলোড্রামা এবং রোম্যান্সের প্রাধান্য: এই সিরিয়ালগুলি প্রায়শই মেলোড্রামা এবং রোম্যান্সের উপর গল্প তৈরি করা হয়।

সামাজিক সমস্যার অনুসন্ধান: কিছু সিরিয়াল সামাজিক সমস্যা, যেমন দারিদ্র্য, শিক্ষা এবং নারী অধিকার।
বাংলা টেলিভিশন সিরিয়ালের প্রভাব।

আরও পড়ুন -  Mahatma Gandhi Birthday: শিলিগুড়ি পুরো নিগমের উদ্যোগে পালিত, গান্ধীজীর ১৫৪ তম জন্মদিবস

মনোরঞ্জনঃ এই সিরিয়ালগুলি দর্শকদের জন্য একটি বিনোদন মাধ্যম হিসেবে কাজ করে।
সামাজিক সচেতনতা: কিছু সিরিয়াল সামাজিক সমস্যা সম্পর্ক নিয়ে কথা বলে।
সংস্কৃতির প্রচার: এই সিরিয়ালগুলি বাংলা ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য প্রচার করে।
অর্থনৈতিক প্রভাব: এই সিরিয়ালগুলি বিজ্ঞাপনের একটি বড় উৎস।

এখন ভরা আইপিএল মরসুম। প্রতিটি সিরিয়ালেরই টিআরপি কমেছে। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপির তালিকা। এ সপ্তাহেও ‘নিম ফুলের মধু’র ঝুলিতে এসেছে ৭.৯ পয়েন্ট। এরপরে রয়েছে ৭.৬ টিআরপি নিয়ে রয়েছে ‘ফুলকি’। আর তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’।

এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩। তারপর ৬.৯ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে আছে ‘কোন গোপনে মন ভেসেছে’। গীতা LLB র ঝুলিতে এসেছে ৬.৮ নম্বর।

আরও পড়ুন -  ভারত থেকে দূর্নীতি দূরীকরণে সরকার, সুশীল সমাজ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে : উপরাষ্ট্রপতি

আর ছয় নম্বরে জায়গা পেল ‘কথা’। এই সিরিয়ালটি পেয়েছে ৬.৩ নম্বর। সাত নম্বরে এলো ‘অনুরাগের ছোঁয়া’। এই সিরিয়ালটি নম্বর হয়েছে ৫.৮ নম্বর। ৫.৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ‘জল থই থই ভালোবাসা’। ৯ নম্বরে জায়গা পেলো জি এর নতুন সিরিয়াল ‘অষ্টমী’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৪। সর্ব শেষ দশম স্থানে জায়গা পেয়েছে ‘বঁধূয়া’। এই সিরিয়াল পেলো ৫.৩ নম্বর।

সম্পূর্ণ টিআরপি তালিকাঃ

(১) নিম ফুলের মধু- ৭.৯
(২) ফুলকি- ৭.৬
(৩) জগদ্ধাত্রী- ৭.৩
(৪) কোন গোপনে মন ভেসেছে- ৬.৯
(৫) গীতা LLB- ৬.৮
(৬) কথা- ৬.৩
(৭) অনুরাগের ছোঁয়া- ৫.৮
(৮) জল থই থই ভালোবাসা- ৫.৭
(৯) অষ্টমী- ৫.৪
(১০) বধূয়া- ৫.৩
(১১) আলোর কোলে- ৪.৬
(১২) হরগৌরী পাইস হোটেল, লাভ বিয়ে আজকাল, তোমাদের রাণী- ৪.৫
(১৩) মিঠিঝোরা, তুমি আশেপাশে থাকলে, কার কাছে কই মনের কথা- ৪.৪
(১৪) চিনি- ৩.৪
(১৫) যোগমায়া- ৩.১
(১৬) মন দিতে চাই- ৩.০
(১৭) রামপ্রসাদ- ২.৯
(১৮) শ্রীকৃষ্ণ লীলা- ২.২

আরও পড়ুন -  তৃতীয়বারের জন্য মমতা বন্দোপাধ্যায়ের সরকার আসতে চলেছেঃ প্রার্থী উজ্জল চৌধুরি
রিয়েলিটি শোঃ

(১) দিদি নাম্বার ওয়ান- ৫.২
(২) জলসা ফিকশন- ৫.১
(৩) দাদাগিরি- ৪.২
(৪) ঘরে ঘরে জি বাংলা- ১.১

ট্যাগঃ
বাংলা সিরিয়াল, জগদ্ধাত্রী, নিম ফুলের মধু, ফুলকি, টিআরপি বাংলা সিরিয়াল