প্রধানমন্ত্রী ২৫ নভেম্বর লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৫ নভেম্বর বুধবার, বিকেল ৫-৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। ১৯২০ সালে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। এবছর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার শতবার্ষিকী উদযাপন করা হচ্ছে।

আরও পড়ুন -  Medal: পেটের টিউমারকে উপেক্ষা করে, পদক নিয়ে বাড়ি ফিরলেন টেকমি সরকার

লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শতবর্ষের স্মারক হিসেবে একটি মুদ্রা প্রকাশ করবেন। এছাড়াও তিনি ভারতীয় ডাক বিভাগের একটি বিশেষ স্মারক ডাকটিকিট ও এই ডাকটিকিটের স্পেশাল কভার প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও উত্তরপ্রদেশের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী যোগ দেবেন। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Weather Forecast: ভ্যাপসা গরম থেকে রেহাই, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টি