প্রধানমন্ত্রী ২৫ নভেম্বর লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৫ নভেম্বর বুধবার, বিকেল ৫-৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। ১৯২০ সালে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। এবছর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার শতবার্ষিকী উদযাপন করা হচ্ছে।

আরও পড়ুন -  SSC Scam: ‘অপা’ র ৮ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হল, ED-র নজরে এবার পার্থঘনিষ্ঠ ছাত্রনেতা

লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শতবর্ষের স্মারক হিসেবে একটি মুদ্রা প্রকাশ করবেন। এছাড়াও তিনি ভারতীয় ডাক বিভাগের একটি বিশেষ স্মারক ডাকটিকিট ও এই ডাকটিকিটের স্পেশাল কভার প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও উত্তরপ্রদেশের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী যোগ দেবেন। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  একগুচ্ছ উপহার পাচ্ছে শহরবাসী নতুন বছরেই