Weather Forecast: দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া!

Published By: Khabar India Online | Published On:

 আসছে প্রত্যাশিত পয়লা বৈশাখ। তখন থেকে নতুন বছরের সূচনা হয় বাংলায়। আবার আগামীকাল খুশির ঈদ।  বাংলায় এখন শুরু হয়েছে উৎসবের মরশুম। গ্রীষ্মের ভ্যাপসা গরমে কাটে বাঙালির এই দুটি উৎসব। আর এবারেও তেমনটা হতে চলেছে বলে আভাষ দিচ্ছে প্রকৃতি। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চৈত্রের মাঝেই গ্রীষ্মের প্রভাব লক্ষ্যনীয়।

কয়েকদিনে এই ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। গত দুদিন ধরেই রাজ্যের আকাশ ছিল মেঘলা। জেলায় জেলায় হয়েছে বৃষ্টিপাত। গ্রীষ্মের দাপট কিছুটা হলেও ফিকে হয়েছিল জেলায় জেলায়। কিন্তু আজ থেকে ফের পারদের ঊর্ধ্বগতি দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন -  MS Dhoni: CSK দলের CEO বড় বার্তা দিলেন ধোনি-কে নিয়ে, ‘এখনই অবসর নয়, খেলবেন আগামী মরশুমেও’

1)কলকাতার আবহাওয়া: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজকে কলকাতায় বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। আজ সকাল থেকে মেঘলা রয়েছে শহরের আবহাওয়া। আজকে কলকাতার বুকে তাপমাত্রা ২ ডিগ্রি বাড়ছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

 

2)দক্ষিণবঙ্গের আবহাওয়া: বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ। কোথাও কোথাও গতকাল বৃষ্টিপাত হয়েছে। আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

 আজকে পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় অপেক্ষাকৃত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি এবং সাথে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে আগামীকাল।

আরও পড়ুন -  Cyclone Update: ঘূর্ণিঝড় ‘মোকা’ ধেয়ে আসছে, ভারী বৃষ্টিপাত রাজ্যের এই জেলায়

3)উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে। আজকে উত্তরবঙ্গের এইসব জেলায় হালকা বৃষ্টিপাত এবং হালকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। আজকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

আজকের আবহাওয়ার পূর্বাভাস (২০২৪-০৪-১০):

কলকাতা:

আজ বৃষ্টির সম্ভাবনা কম, তবে সকাল থেকে মেঘলা থাকবে।
তাপমাত্রা: সর্বোচ্চ ৩৫°C, সর্বনিম্ন ২৬°C।
দিনভর রোদ ও গরমের দাপট কিছুটা হলেও কম থাকবে।

আরও পড়ুন -  Worldwide: ৭ হাজারের বেশি মৃত্যু বিশ্বে, করোনায়

দক্ষিণবঙ্গ:

আজ বিকেলে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা।
অন্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম।

আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া (৫০-৬০ কিলোমিটার/ঘন্টা) বইতে পারে।

উত্তরবঙ্গ:

আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
ঝড়ের সম্ভাবনাও রয়েছে (৪০ কিলোমিটার/ঘন্টা)।

মোটকথা:

আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম, তবে দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।
আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

ট্যাগঃ
আলিপুর আবহাওয়া আপডেট, আইএমডি আবহাওয়া আপডেট, কলকাতা আবহাওয়া, উত্তরবঙ্গ আবহাওয়া আপডেট, কলকাতা এবং পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গ আবহাওয়া আপডেট