টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বহুদিন পর করোনা পরিস্থিতির লড়ায়ের সাথে থিয়েটার উৎসবে মাতলেন আসানসোল শিলাঞ্চল ۔নিউ নর্মাল পরিস্থিতি তৈরি হলেও এখনও রাজ্যের পক্ষ থেকে অনুষ্ঠান করার সেভাবে অনুমতি মেলেনি. গত ৮ মাস ধরে গান, নাচ, নাটক সব বন্ধ। আর সেখান থেকেই অন্য ভাবনা আসানসোল চর্যাপদের। গত দুদিন ধরে ৯ টি ছোট নাটক অনুষ্ঠিত করার আয়োজন করেছিল তারা। কোভিড পরিস্থিতিতে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ছোটখাটো আয়োজন। আসানসোলের চেলিডাঙা স্কুলে এই আয়োজন হয়। অনাড়ম্বর নাটক প্রদর্শনী দেখতে মাস্ক পরে মানুষজনও এসেছেন প্রচুর। দীর্ঘদিন পরে নাট্যশিল্পীরও দমবন্ধ পরিবেশ থেকে বেরিয়ে এসে একটু অন্য স্বাদে বাঁচলেন। ভালো লাগায় ভরে গেল শিল্পাঞ্চলের মানুষজনও।

