Gold Price Today: সোনার দামে বিরাট পরিবর্তন, সুবিধা পাবেন ক্রেতারা
সেই রাজা মহারাজাদের সময় থেকে সোনার গয়না পড়ার চল শুরু হয়েছিলো এখনও সেটা বজায় রয়েছে ভারতীয়দের মধ্যে। সেই কারণে ভারতে সোনার চাহিদা অন্যান্য পাশ্চাত্য দেশের থেকে অনেক গুণ বেশি। তাছাড়া সোনার ব্যবহার হয় উপহার দেওয়া।
বিয়েবাড়ি থেকে জন্মদিন বা অন্নপ্রাশন, বার্ষিকী উদযাপন সহ বিভিন্ন অনুষ্ঠানেও সোনার গয়না উপহার দেওয়ার রীতি রয়েছে।
সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল শুক্রবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্ধ্বমুখী। আজকে সপ্তাহের শেষ দিন মানে শনিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল নিম্নমুখী।
কিন্তু এদিন সামান্য বৃদ্ধি পেয়েছে রূপোর দাম। আজকে কলকাতায় সোনার দাম কি চলছে দেখে নিন। সুবিধা পাবেন ক্রেতারা।
আজকে কলকাতায় সোনার দাম (৩০.০৩.২০২৪-শনিবার)।
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৮,৪৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬২,৭৫০ টাকা।
গতকাল কলকাতায় ছিল সোনার দাম-(২৯.০৩.২০২৪-শুক্রবার)।
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৮,৭৩০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৩,০০০ টাকা।
আজ মূল্যহ্রাস।
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
২৮০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
২৫০ টাকা।
আজকে কলকাতায় রূপোর দাম (৩০.০৩.২০২৪-শনিবার)
৭৮,০০০ টাকা প্রতি কেজি।
আজকে কলকাতায় রূপোর দাম (৩০.০৩.২০২৪-শনিবার)
৭৮,০০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২৯.০৩.২০২৪-শুক্রবার)
৭৭,৮০০ টাকা প্রতি কেজি।
আজ মূল্যবৃদ্ধি
২০০ টাকা প্ৰতি কেজি।
প্রসঙ্গত, শনিবার বিশ্ব বাজারে সামান্য ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২১৯৪.৮০ মার্কিন ডলার। আজকে অল্প বেড়ে হয়েছে ২২২৭.৫০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে সেইভাবে দেখা যায়নি।
ট্যাগঃ
সোনা ও রুপোর দাম, কলকাতায় সোনা ও রৌপ্যের দাম, সোনার দাম, কলকাতায় সোনার দাম, সোনার দাম আজ, রৌপ্যের দাম, কলকাতায় রৌপ্যের দাম, রূপার দাম আজ