Gold Price Today: ক্রেতাদের জন্য বাম্পার খবর, স্বস্তি দিয়েছে সোনার দাম।
সাতপাকে বাঁধা পড়ার হিড়িক পড়েছিল বাংলায় ফাল্গুন মাস শুরু হতেই। শহর কলকাতা থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে বেজে উঠেছিল সানাই। আবার কারো বাড়িতে চলছিল তোড়জোড়। যেমন শাড়ির দোকানে ভিড় জমেছিল ক্রেতাদের, সেইরকম গয়নার দোকানেও প্রতিদিনই ভিড় পরেছিল ক্রেতাদের।
কেউ নবদম্পতিকে উপহার দেওয়ার জন্য কিনেছিলেন গয়না, কেউ নিজের ছেলে অথবা মেয়ের জন্যই গয়না কিনতে গিয়েছিলেন দোকানে। আবার এই হলুদ ধাতুর মূল্যবৃদ্ধির জন্য চিন্তায় ছিলেন মধ্যবিত্তরা।
সোনার এই বাজারে গতকাল মঙ্গলবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী। আজকে সপ্তাহের তৃতীয় দিন মানে বুধবারও কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল নিম্নমুখী।
এদিন বৃদ্ধি বা হ্রাস পায়নি রূপোর দামও। আজকে কলকাতায় সোনার দাম কি বলছে দেখুন।
আজকে কলকাতায় সোনার দাম (২৭.০৩.২০২৪-বুধবার)।
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৬,৭০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬১,১৪০ টাকা।
গতকাল কলকাতায় ছিল সোনার দাম-(২৬.০৩.২০২৪-মঙ্গলবার)।
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৬,৭১০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬১,১৫০ টাকা।
আজ মূল্যহ্রাস।
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।
আজকে কলকাতায় রূপোর দাম (২৭.০৩.২০২৪-বুধবার)
৭৭,৪০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২৬.০৩.২০২৪-মঙ্গলবার)
৭৭,৫০০ টাকা প্রতি কেজি।
আজ মূল্যহ্রাস
১০০ টাকা প্ৰতি কেজি।
প্রসঙ্গত, বুধবার বিশ্ব বাজারে সামান্য ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২১৭০.৬০ মার্কিন ডলার। আজকে সামান্য বেড়ে হয়েছে ২১৭৮.২০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে সেই ভাবে দেখা যায়নি।