আয়ুষ্মান কার্ড নিয়ে বড় আপডেট, এই সমস্ত শর্ত মানতে হবে

Published By: Khabar India Online | Published On:

আয়ুষ্মান কার্ড নিয়ে বড় আপডেট, এই সমস্ত শর্ত মানতে হবে।

২ মার্চ থেকে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের সমস্ত দোকানে আয়ুষ্মান কার্ড তৈরি করা শুরু হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা।

একদিনে রাজ্যে সর্বাধিক ১০ লক্ষেরও বেশি কার্ড তৈরি হয়েছিল। এরপর থেকে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করেছেন ১ কোটি ১ লাখ ৩৬ হাজার ১৩ জন। তার মধ্যে ৮২ লাখ ৮৯ হাজার ৪০২ জনের কার্ড অনুমোদন হয়েছে। ১৮ লাখ ৪১ হাজার ৭৬১টি বিচারাধীন ও বাতিল হয়েছে ৪ হাজার ৯৬৯টি আবেদন।
সিওয়ান জেলাটি আছে প্রথম স্থানে। পাটনা দ্বিতীয়।

আরও পড়ুন -  ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভোট দিলেন

স্বাস্থ্য দফতরের নথি অনুসারে, এই পর্যন্ত আয়ুষ্মান কার্ডের আবেদনের ক্ষেত্রে সিওয়ান প্রথম স্থানে, পাটনা দ্বিতীয় স্থানে ও মুজাফফরপুর তৃতীয় স্থানে আছে।

এই সব মানুষদের জন্য আয়ুষ্মান কার্ডঃ

আরও পড়ুন -  করণের নতুন ছবিতে গানের সুযোগ বনগাঁর অরুণিতা, রইলো ভিডিও

বলে রাখি, এখন প্রধানমন্ত্রীর চিঠির পাশাপাশি যাদের রেশন কার্ড আছে তাদের জন্যও আয়ুষ্মান কার্ড তৈরি করতে হবে। এর অধীনে, সুবিধাভোগী পরিবার প্রতি বছর যে কোনো তালিকাভুক্ত সরকারি অথবা বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা পাবেন।

আরও পড়ুন -  আয়ুষ্মান ভারত যোজনা কী? এর সুবিধা জানুন