আক্রান্ত ৫ কোটি ৮৫ লাখ ছুঁইছুঁই করোনা

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ বিশ্বে আক্রান্ত ও মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। এরই মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত প্রায় ৫ কোটি ৮৫ লাখ ছুঁইছুঁই করছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারস এই তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭২৮ জন। এরই মধ্যে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৮৬ হাজার ৫৭০ জনের। এছাড়া করোনাক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৯০০ জন।

আরও পড়ুন -  "দুঃখের সৌন্দর্য: কবিতার নিরাময় শক্তি অন্বেষণ"

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৬৬৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭৯০ জনের।

আরও পড়ুন -  Real-Liverpool: রিয়াল-লিভারপুল, মহারণের অপেক্ষায়!

তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬০ লাখ ৫২ হাজার ৭৮৬ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৬ জনের।

আরও পড়ুন -  বিস্ময় জাগানো অপূর্ব স্বর্গীয় কয়েটি স্থান, অস্ট্রেলিয়ার!

এদিকে বাংলাদেশেও এখন বাড়ছে করোনার সংক্রমণ। ভাইরাসটিতে দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।