Gold Price Today: শুক্রবার কত যাচ্ছে কলকাতায় সোনার দাম?

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: শুক্রবার কত যাচ্ছে কলকাতায় সোনার দাম?

বাঙালির ক্যালেন্ডারে শুরু হয়ে গিয়েছে ফাল্গুন মাস অর্থাৎ বিয়ের মাস। এই ফাল্গুনে চার হাত এক হয় মানে বিয়ে হয় অনেক। এই মাস হচ্ছে প্রেমের মাস।

বিয়েবাড়ি মানে যেমন শাড়ি কাপড় কেনা। অপরদিকে বিয়েবাড়িতে সোনার গয়না কেনার নিয়ম আছে উপহার দেওয়ার জন্য। গয়না কমবেশি অনেকেই কিনেন। মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে আগে থেকেই কিনতে থাকেন এই সোনা।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দামে কিছু পরিবর্তন হল আজ রবিবারে, কলকাতার ক্রেতারা আজ লাভবান হবেন

এই সোনার ঊর্ধ্বমুখী বাজারে গতকাল বৃহস্পতিবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী। আজকে সপ্তাহের পঞ্চম দিন শুক্রবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল নিম্নমুখী।

এদিন সামান্য বৃদ্ধি পেয়েছে রূপোর দাম। এবার দেখে নিন আজকে কলকাতায় সোনার দাম।

আজকে কলকাতায় সোনার দাম (০১.০৩.২০২৪-শুক্রবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৮২০ টাকা।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দামে বিরাট পরিবর্তন, সুবিধা পাবেন ক্রেতারা

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৫৮০ টাকা।

গতকাল কলকাতায় ছিল সোনার দাম (২৯.০২.২০২৪-বৃহস্পতিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৮৩০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৫৯০ টাকা।

আজ মূল্যহ্রাস।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দামে অস্বস্তি ক্রেতাদের, কলকাতায় কত দাম?

আজকে কলকাতায় রূপোর দাম (০১.০৩.২০২৪-শুক্রবার)
৭৪,৩০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২৯.০২.২০২৪-বৃহস্পতিবার)
৭৪,২০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যবৃদ্ধি
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, শুক্রবার বিশ্ব বাজারে সামান্য ঊর্দ্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২০৩৬.৪০ মার্কিন ডলার। আজকে সামান্য বেড়ে হয়েছে ২০৪৬.৩০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে সেই ভাবে দেখা যায়নি।