Gold Price Today: বিয়ের মরশুমে আপডেট এলো, সোনার দাম কি কমলো?

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: বিয়ের মরশুমে আপডেট এলো, সোনার দাম কি কমলো?

বিয়ের বাজনা বেজে চলেছে। বসন্তের শুরুতেও ব্রাইডাল সাজে সেজে উঠেছেন হাজারো তন্বী। অগ্রহায়ণ এবং মাঘের পর ফাল্গুন মাসেও বাংলায় এখন ভরা বিয়ের মরশুম।

এই সাত পাকে বাঁধা পড়ার সময় সোনার দামে বৃদ্ধি চিন্তায় পড়েছে মধ্যবিত্তরা। এখনও অব্যহত সোনার মূল্যবৃদ্ধি।

এই সোনার ঊর্ধ্বমুখী বাজারে গতকাল মঙ্গলবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী। আজ সপ্তাহের তৃতীয় দিন বুধবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রয়েছে নিম্নমুখী।
এদিন সামান্য হ্রাস পেয়েছে রূপোর দামও। একনজরে দেখে নিন আজকে কলকাতায় সোনার দাম।

আরও পড়ুন -  পোস্ট অফিসের দুর্দান্ত অফার! বিনিয়োগ করলেই নিশ্চিত লাভ

আজকে কলকাতায় সোনার দাম (২৮.০২.২০২৪-বুধবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৮৩০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৫৯০ টাকা।
গতকাল কলকাতায় ছিল সোনার দাম (২৭.০২.২০২৪-মঙ্গলবার)।

আরও পড়ুন -  Kangana Ranaut: দক্ষিণী সিনেমায় দেখা যাবে, কঙ্গনা-কে, ‘চন্দ্রমুখী’ হয়ে আসছেন

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৮৪০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৬০০ টাকা।

আজ মূল্যহ্রাস।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (২৮.০২.২০২৪-বুধবার)
৭৩,৯০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  Gold Price: সামান্য পরিবর্তন সোনার দামে, শনিবার কি বলছে এই ধাতুর দরদাম!

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২৭.০২.২০২৪-মঙ্গলবার)
৭৪,০০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যহ্রাস
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, বুধবার বিশ্ব বাজারে সামান্য ঊর্দ্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২০৩২.২০ মার্কিন ডলার। আজকে অল্প বেড়ে হয়েছে ২০৩৩.২০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে সেই ভাবে দেখা যায়নি।