Ditipriya Roy: ২৫ তম বিবাহবার্ষিকী বাবা-মায়ের পালন করলেন দিতিপ্রিয়া

Published By: Khabar India Online | Published On:

দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) কম বয়সেই অভিনয় জগতে বিশেষ নাম করেছেন। কাজ করেছেন সিনেমা, সিরিয়ালের সাথে আবার ওয়েব সিরিজেও। বাংলা থেকে হিন্দি সর্বত্রই অবাধ বিচরণ দিতিপ্রিয়ার। তিনি যতই জনপ্রিয়তার চূড়ায় উঠুন না কেন, পরিবার সবসময়ই দিতিপ্রিয়ার কাছে প্রায়োরিটি আগে।

এবার বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে মিষ্টি শুভেচ্ছা বার্তা জানালেন দিতিপ্রিয়া।

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গেলেই, বাবা-মায়ের সাথে একাধিক ছবি চোখে পড়ে। আর এবার মা-বাবার ২৫ তম বিবাহ বার্ষিকীতে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। সম্প্রতি বিবাহিত জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন দিতিপ্রিয়ার বাবা-মা।

আরও পড়ুন -  Subhashree Ganguly: শাড়ি আর সালোয়ারে বেশি ভালো লাগে, মা হওয়ার পর শুভশ্রীকে ! ফের ট্রোলড

সেই উপলক্ষে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। মখমলে রঙবেরঙের কাপড়, ফুল ও আলোয় সেজে উঠেছিল অনুষ্ঠানের সেই জায়গাটি। আর ছিল অবশ্যই কেক। এক সাথে সেই কেক কাটতে দেখা যাচ্ছে অভিনেত্রীর বাবা-মাকে।

বাবা-মায়ের সাথে বসে বেশ কিছু ছবি শেয়ার করেছেন দিতিপ্রিয়া।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

এদিন তিনি হালকা গোলাপি রঙের সিল্কের শাড়ির সাথে সাদা ব্লাউজে দেখা গেছে। কানে পরেছিলেন সাদা ঝুমকো দুল। হাতে ছিল সাদা ঘড়ি। ছিমছাম সাজেই মুগ্ধ করেছে দিতিপ্রিয়াকে। অপরদিকে গাঢ় গোলাপি রঙের শাড়ি, সাদা ব্লাউজে সেজেছিলেন অভিনেত্রীর মা। গলায় ছিল মুক্তো এবং সোনার হার। কানে ছিল দুল। খোলা চুলে লাগিয়েছিলেন লাল গোলাপ।

আরও পড়ুন -  ২০০ মিটার লম্বা তিরঙ্গা পতাকা

আবার সাদা পাজামা পাঞ্জাবি পরেছিলেন দিতিপ্রিয়ার বাবা। এই সব ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘যারা হাজারো দুঃখ, কষ্ট, রাগ, অভিমান, ঝগড়া, মনখারাপকে সাথে নিয়েও প্রতিনিয়ত ভালোবাসতে শিখিয়েছে, কাল তাদের বন্ধুত্বের ২৫ তম জন্মদিনের কিছু মুহূর্ত, শুভ বিবাহবার্ষিকী’। দিতিপ্রিয়ার অনুরাগীরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অভিনেত্রীর বাবা-মাকে।

প্রসঙ্গত, ছোটপর্দাতেই অভিনয়ে ডেবিউ করেছিলেন দিতিপ্রিয়া। এরপর কাজ করেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাজকাহিনি’ ছবিতে। কিন্তু প্রায় পাঁচ বছর ধরে সম্প্রচারিত হওয়া করুণাময়ী রাণী রাসমণি সিরিয়ালে অভিনয় করতে করতেই তরুণী থেকে যুবতী হয়ে ওঠেন দিতিপ্রিয়া।

আরও পড়ুন -  Earthquake: শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

ধারাবাহিক থেকে চলে যাওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। এসেছে একের পর এক অফার। কাজ করেছেন হিন্দি সিনেমা এবং ওয়েব সিরিজে। বাংলা OTT তেও তাঁর অভিনয় মুগ্ধ করে দিয়েছে দর্শকদের।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)