Gold Price Today: সোনার গয়না কলকাতায় আজ কত দামে রয়েছে?

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: সোনার গয়না কলকাতায় আজ কত দামে রয়েছে?

ফাল্গুন মাস মানেই বিয়ের মাস। এই মাসে সবথেকে বেশি বিয়েবাড়ি হয় বাংলার বুকে। বিয়েবাড়ি এলেই শুরু হয় কেনাকাটি। যেমন শাড়ি কাপড়। আবার বিয়েবাড়িতে সোনার গয়না কেনার নিয়ম আছে।

শুধু বিয়েবাড়ি নয়, অনেক কিছু অনুষ্ঠানের জন্য উপহারের দিতে হয়। গয়না কমবেশি সকলে কিনে থাকেন। মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে কিন্তু চিন্তায় পড়তে হয়।

আরও পড়ুন -  Durga Puja: শারদীয় দূর্গা পূজা, সাজ কেমন হবে

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল শনিবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী। সপ্তাহের ছুটির দিন আজকে রবিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল স্থিতিশীল। এদিন বৃদ্ধি অথবা হ্রাস পেল না রূপোর দাম। কলকাতায় আজ সোনার দরদামে দেখে নিন।

আজকে কলকাতায় সোনার দাম (২৫.০২.২০২৪-রবিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৯৫০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৭০০ টাকা।
গতকাল কলকাতায় ছিল সোনার দাম (২৪.০২.২০২৪-শনিবার)।

আরও পড়ুন -  Gold and Silver price: সস্তা হলো সোনা, আজকের দাম কি?

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৯৫০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৭০০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (২৫.০২.২০২৪-রবিবার)
৭৪,৯০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  Gold Price: সপ্তাহান্তে সোনার দাম, আগুনের মতো বেড়েছে মূল্য, শনিবার কলকাতায় কী দাম চলছে!

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২৪.০২.২০২৪-শনিবার)
৭৪,৯০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, রবিবার বিশ্ব বাজারে সামান্য ঊর্দ্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২০২৫.৯০ মার্কিন ডলার। আজকে সামান্য বেড়ে হয়েছে ২০২৭.৯০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে সেই ভাবে দেখা যায়নি।