Gold Price Today: পরিবর্তন সোনার দামে, কলকাতার বাজারদর কেমন?

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: পরিবর্তন সোনার দামে, কলকাতার বাজারদর কেমন?

ক্যালেন্ডারে শুরু হয়েছে ফাল্গুন মাস। কোকিল জানান দিয়েছে। প্রকৃতি তাই বলছে। ফাল্গুন মাস মানেই বিয়ের মাস। বিয়েবাড়ি মানে একদিকে শাড়ি কাপড়ের কেনাকাটা। আবার অপরদিকে বিয়েবাড়িতে দেওয়ার জন্য সোনার গয়না কিনতে হবে।

বাড়ির বিয়েবাড়ি হোক, উপহারের জন্য, গয়না অনেকেই কিনে থাকেন। মধ্যবিত্ত ক্রেতাদের পরতে হয় চিন্তায়।

এই সোনার ঊর্ধ্বমুখী বাজারে গতকাল সোমবার কলকাতায় ছিল সোনার বাজারদর নিম্নমুখী। সপ্তাহের দ্বিতীয় দিন আজকে মঙ্গলবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল ঊর্দ্ধমুখী।

আরও পড়ুন -  Gold Price Today: স্বস্তি দিচ্ছে সোনার দাম, কলকাতার বাজারদর আজকে কেমন

সামান্য হ্রাস পেয়েছে রূপোর দাম। চোখ বুলিয়ে নিন কলকাতায় সোনার দরদামে।

আজকে কলকাতায় সোনার দাম (২০.০২.২০২৪-মঙ্গলবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৬৮০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৪৬০ টাকা।

আরও পড়ুন -  Ukraine: রুশ বাহিনীর দখলে এইসব এলাকা

গতকাল কলকাতায় ছিল সোনার দাম (১৯.০২.২০২৪-সোমবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৬৭০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৪৫০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (২০.০২.২০২৪-মঙ্গলবার)
৭৫,৯০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  Amrapali Nirahua Song: নিরহুয়ার রোমান্স স্ত্রী আম্রপালিকে কোলে নিয়ে, ভিডিওটি তুফান সৃষ্টি করে এগিয়ে যাচ্ছে

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (১৯.০২.২০২৪-সোমবার)
৭৬,০০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যহ্রাস
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ব বাজারে ঊর্দ্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২০১৩.১০ মার্কিন ডলার। আজকে বেড়ে হয়েছে ২০১৭.৩০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা গিয়েছে।