26 C
Kolkata
Thursday, May 9, 2024

সুখবর নিয়ে এল পূর্ব রেল, আমজনতার সুবিধার জন্য

Must Read

যানজটের সমস্যা নতুন নয় রেললাইনে লেভেল ক্রসিং গেটে (Level Crossing Gate)। জনবহুল এলাকাগুলিতে ট্রেন ঢোকার আগে রেল গেট গুলি বন্ধ করা নিয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাইক, টোটো, সাইকেল, অটো রিক্সা, স্কুটার এবং ছোট বড় গাড়ি রেলগেট গুলিতে যানজটের জন্য সমস্যা হয়।

রেলগেট বন্ধ হতে সময় লাগায় যাত্রীরাও বড়সড় সমস্যায় পরে। আবার রেলগেট পারাপার হওয়ায় ঝুঁকিও থাকে। কর্তব্যরত রেলকর্মীও অনেক সময় এই গেট বন্ধ করতে গিয়ে বিপাকে পড়েন। এই সমস্যার সমাধান হতে চলেছে।

আরও পড়ুন -  আট লক্ষ টাকার ব্রাউন সুগার পাচারের পথে গ্রেফতার এক নার্সিং ট্রেনীং ইন্সটিটিউটের এক ছাত্রী

যাত্রী সাধারণ ও আমজনতার সুবিধার কথা ভেবে পূর্ব রেলের তরফে রোড আন্ডার ব্রিজ বা সীমিত উচ্চতার সাবওয়ে তৈরি হবে। রেলওয়ে লেভেল ক্রসিং গেট প্রতিস্থাপন করে রোড আন্ডার ব্রিজ বা সীমিত উচ্চতার সাবওয়ে তৈরি করা যায় অনেক দ্রুততার সাথে।

রেল লাইনের এপার থেকে অন্য পারে পথযাত্রী ও যানবাহনের পারাপারের জন্য খুব ভালো কাজ হয়। এতে লেভেল ক্রসিং গেটে রেল লাইন ও সড়ক পথের সরাসরি সংযোগ না থাকার কারণে যাত্রী সুরক্ষাও অনেক বাড়ে।

আরও পড়ুন -  Montu Pilot 2: নীলকুঠির দরজার মুখে যৌনকর্মী ‘বহ্নি’, তারপর কি...?

২০২৩-২৪ আর্থিক বছরে পূর্ব রেল তার অধিক্ষেত্রে ১৭ টি রোড আন্ডার ব্রিজ বা সীমিত উচ্চতার সাবওয়ে তৈরি করেছে। এতে পথে যান চলাচল ও রেল চলাচলে গতি বৃদ্ধির সাথে রেল অধিকাঠামো গঠনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

আরও পড়ুন -  India’s Longest Railway Platform: বিশ্বের দীর্ঘতম প্লাটফর্ম দেশেই রয়েছে, নাম জানলে চমকে যাবেন, খড়গপুর নয়

হাওড়া ডিভিশনে ব্যান্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় স্টেশনের মাঝখানে লেভেল ক্রসিং গেট নম্বর ১২/১/ই প্রতিস্থাপন করে সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের জন্য RCC (Reinforced Cement Concrete ) বক্স বসানো হয়েছে।

অপরদিকে মালদা ডিভিশনে দুমকা ও বড়পলাশীর মাঝখানে লেভেল ক্রসিং গেট নম্বর ৪১ এবং ৪২ এর প্রতিস্থাপনের জন্য সীমিত উচ্চতার সাবওয়ে এর জন্য RCC (Reinforced Cement Concrete ) বক্স বসানোর কাজ সম্পন্ন হয়েছে।

Latest News

Muskan Baby: ব্রেক ডান্স করে দেখালেন মুসকান বেবি সাদা কুর্তিতে, ভিডিও ইন্টারনেটে ভাইরাল

Muskan Baby:ব্রেক ডান্স করে দেখালেন মুসকান বেবি সাদা কুর্তিতে, ভিডিও ইন্টারনেটে ভাইরাল।  হরিয়ানভি নাচ: হরিয়ানা, ভারতের উত্তরের একটি রাজ্য, তার সমৃদ্ধ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img