আসতে চলেছে ভারতে দশটি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেনের সম্ভাব্য রূটগুলি জানুন

Published By: Khabar India Online | Published On:

শীঘ্রই আসতে চলেছে বন্দে ভারত স্লিপার। আগামী মাসে ভারতের লঞ্চ হতে চলেছে। যাত্রীরা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলা যেতে পারে। বন্দে ভারতের মতোই একটি ইউনিক ট্রেন। সাধারণ মানুষদের জন্য এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

স্লিপার বন্দে ভারত ট্রেনের কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন তিনি। এই ট্রেনের প্রথম সম্ভাব্য রুট কি হতে পারে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন -  Vande Bharat Express Manufacturing: ৮০টি স্লিপার ক্লাস বন্দে ভারত, তৈরি হবে উত্তরপাড়ায়, প্রথম ট্রেন দু বছরের মধ্যেই

বর্তমানে ৪১ টি বন্দে ভারত ট্রেন চলাচল করছে সারা ভারতে। তার মধ্যে ৩৯ টি ট্রেন চলছে নিয়মিত সময় অনুযায়ী। দুটি ট্রেন রয়েছে রিজার্ভে। এই সমস্ত বন্দে ভারত এক্সপ্রেস চেয়ার কারে যে কেউ ভ্রমণ করতে পারেন। টিকিট কাটলেই তিনি এই ট্রেনের সফর করতে পারবেন।

আরও পড়ুন -  জঙ্গলমহলের লক্ষীসাগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিনা চিকিৎসায় এক যুবকের মৃত্যু

এই ট্রেন সকালবেলা পৌঁছে যায় নির্দিষ্ট গন্তব্য। রাত্রিবেলা আবারো ফিরে আসে।যাত্রাকে আরো সুবিধাজনক করতে চলেছে ভারতীয় রেলওয়ে। আরও দূরবর্তী বন্দেভারত এক্সপ্রেস চালু করতে চলেছে ভারতীয় রেলওয়ে। তাহলে , যাত্রীরা ঘুমিয়ে যাতায়াত করতে পারবেন।

রেলমন্ত্রকের মতে দেশের প্রধান রুট দিল্লি থেকে হাওড়া। দিল্লি থেকে মুম্বাই এর মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো হতে পারে। এই রুট হল ব্যস্ততম ও বর্তমানে উভয় রুটে যাত্রী সংখ্যা প্রচুর। বিষয়টি মাথায় রেখে এই দুটি রোটে বন্ধে ভারত এক্সপ্রেস নতুন করে চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন -  ভারতে দৈনিক নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজারেরও নিচে

আর ১০ টি স্লিপার বন্দে ভারত ট্রেন প্রস্তুত করা হচ্ছে ভারতের জন্য। যেমন রয়েছে দিল্লি-ব্যাঙ্গালোর, দিল্লি-চেন্নাই, দিল্লি-গুয়াহাটি, দিল্লি- ভুবনেশ্বর ও দিল্লী-পাটনা।