‘টুইটার ফ্লিটস’

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ বর্তমান বিশ্বে মতপ্রকাশ তথা আউট লোক প্রদর্শনের বড় ক্ষেত্র হয়েছে উঠেছে এ মাধ্যমটি। আন্তর্জাতিক অঙ্গনে সামাজিক মাধ্যম হিসেবে টুইটারও জনপ্রিয়।

সম্প্রতি একটি নতুন ফিচার নিয়ে এসেছে এ মাধ্যমটি। নতুন একটি ফিচার উন্মুক্ত করেছে টুইটার। স্ন্যাপচ্যাট বা অন্যান্য অ্যাপে স্টোরি আপলোডের মতো এখন থেকে টুইটারেও একটি আলাদা ট্যাবের সাহায্যে যেকোনও ফটো, লেখা বা ভিডিও পোস্ট করা যাবে।

আরও পড়ুন -  করোনার সর্বগ্রাসী আতঙ্কের মধ্যেও বলিউড থেকে এল একটি ভালো খবর, করোনামুক্ত হলেন sonu sood

যা পোস্ট করার পরবর্তী ২৪ ঘণ্টা পর নিজে থেকেই সরে যাবে। নতুন ফিচারটির নাম দেয়া হয়েছে ‘টুইটার ফ্লিটস’।

এ বিষয়ে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লিটসের মাধ্যমে ব্যবহারকারীরা আরও বেশি করে নানা কথোপকথনে অংশ নিতে পারবেন। মূলত ‘মোমেন্টারি থটস’ শেয়ারিংয়ের ফিচার এটি। ব্যবহারকারীরা এতে অনেক বেশি স্বচ্ছন্দ পাবেন।

আরও পড়ুন -  Hot Dance Video: ফিনফিনে সাদা শাড়ি স্লিভলেস ব্লাউজের সঙ্গে, এই যুবতীর সাহসে সোশ্যাল মিডিয়ার ভক্তরা ঘামছেন

এতে নতুনরা এই টুইটার ফ্লিকট থেকে বাড়তি সুবিধা পাবেন, তাদের ইতস্তত ভাব কমবে। খুব বেশি চিন্তা-ভাবনা না করেই তারা তাদের কথা ও ধ্যান-ধারণা শেয়ার করতে পারবেন।

আরও পড়ুন -  Prime Minister Rishi Sunak: প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ব্রিটেনের বৈদেশিক সাহায্য ২ বছরের জন্য স্থগিত করছেন