Gold Price Rate: জেনে নিন আজকে সোনা ও রুপোর কি দাম? কমেছে না বেড়েছে?
এদিকে চলছে বিয়ের মরসুম। সোনার চাহিদা এখন সবচেয়ে বেশি। সেই জন্য সোনার দামেও দেখা যায় উঠানামা। কয়েকদিন ধরে সোনার দাম বেড়ে চলছিল। আজকে ২১ জানুয়ারি ২০২৪, সোনার দাম আরেকটু বৃদ্ধি পেয়েছে।
কিন্তু আজকে দাম কমেছে রুপোর। প্রধান শহর দিল্লিতে সোনার লেটেস্ট রেট কত? চলুন জেনে নিন।
রাজধানী দিল্লি মার্কেটে আজকে, সপ্তাহের শেষ দিনে সোনার দাম ১০০ টাকা বেড়েছে। আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬৩,০৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ১০ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম আজ ৫৭,৮০০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে, গত বছর রুপোর দামে বেশ ওঠানামা দেখা গেছে। চলতি বছরের শুরু থেকেই রুপোর দামে তীব্র পতন দেখা গেছে। এই সপ্তাহেও রুপোর দাম কমেছে। আজকে, ১ কেজি রুপোর দাম ৭৫,৫০০ টাকা।
অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামার জন্য দেশের বাজারে স্বর্ণের দামও ওঠানামা করছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার জন্য দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে রুপোর দাম কমে যাওয়ায় দেশের বাজারে রুপোর দাম কমের দিকে।উল্লেখ্য, বিশেষজ্ঞরা মনে করছেন, কিছুদিনের মধ্যেই সোনার দাম ব্যাপক বৃদ্ধি পাবে। এই বছরের মধ্যেই সোনার দাম ৬৪ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। যদি সোনা কিনতে চান, এখন থেকেই কিনে রাখলে কিছুটা লাভ হবে।
ছবিঃ প্রতীকী।