সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ পারিবারিক অশান্তির জেরে দুধের শিশু সহ তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করল জন্মদাত্রী মা।
ঘটনাটি ঘটেছে, মালদা জেলার রতুয়া থানার বৈকন্ঠপুর গ্রামে।
তিন সন্তানসহ মায়ের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
গৃহবধূর স্বামী সুমিত মন্ডল জানান, তিনি ভিন রাজ্যের শ্রমিক। তার অবর্তমানে তার মায়ের সঙ্গে তার স্ত্রীর বচসা বাধে। এরপর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অচৈতন্য অবস্থায় মা এবং ৩ শিশুকে উদ্ধার করে গ্রামবাসীরা।
প্রথমে গ্রামীণ হাসপাতাল এবং পরে চার জনকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
শিশুদের বয়স ৫ বছর,৩ বছর এবং ৪ মাস।
দুধের শিশুর অবস্থা আশঙ্কাজনক।
৩ শিশু ভর্তি রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে।
মায়ের চিকিৎসা চলছে ফিমেল মেডিকেল বিভাগে।
আরও পড়ুন - Anveshi Jain: অভিনেত্রী অন্বেষী জৈন, এমন কাজ করলেন, ক্যামেরার সামনে, ফ্যানেদের চোখ সরল না