32 C
Kolkata
Sunday, May 12, 2024

ইতি করেদিলেন শন মার্শ, বিশ্ব কাঁপিয়ে

Must Read

বিদায়ের ঘোষণা করলেন শন মার্শ সব ধরনের ক্রিকেট থেকেই। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যানের প্রায় দুই যুগের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি হতে যাচ্ছে চলতি বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের শেষ ম্যাচ দিয়ে।

গত বছর প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দেয়া ৪০ বছর বয়সী শন মার্শ কেবল টি-টোয়েন্টি খেলছিলেন।

চলতি আসরে রেনেগেডসের শেষ ম্যাচটি আগামী বুধবার সিডনি থান্ডারের বিপক্ষে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটিই নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ বলে জানিয়েছেন শন মার্শ।

আরও পড়ুন -  Congress: রাজ্যের অরাজকতা ও দুর্নীতির প্রতিবাদে কংগ্রেসের মিছিল

২০১৯ সালের পর অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামেননি শন মার্শ। ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল শন মার্শের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। তার ছোট ভাই মিচেল মার্শ এখন অস্ট্রেলিয়ার নিয়মিত সদস্য। প্রাক্তন ক্রিকেটার জিওফ মার্শের ছেলে তারা।

অবসরের ঘোষণা দিয়ে শন মার্শ বলেন, ‘রেনেগাডসের হয়ে খেলতে ভালোবাসি। এখানে আমার কয়েকজন মহৎ লোকের সঙ্গে পরিচয় হয়েছে, গত পাঁচ বছরের বন্ধুত্বটা সারাজীবন মনে থাকবে। এ দলটা আমার জন্য স্পেশাল, ভালো সতীর্থ, তার চেয়েও ভালো বন্ধু।’

আরও পড়ুন -  T20: ভারতের সিরিজ জয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে

তিনি বলেন, ‘আমাদের সমর্থকরা খুবই অনুরাগী, এই জার্নিতে আমি তাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের সঙ্গেই থাকুন, এই দলটায় অনেক মেধাবী লোক আছে। আমার বিশ্বাস তারা সেরা পজিশনেই থাকবে।’

আইপিএলের অভিষেক আসরে সব থেকে বেশি রান করে নজর কেড়েছিলেন শন। সাফল্যের সুবাদে ডাক পেয়েছিলেন অস্ট্রেলিয়া জাতীয় দলে। তিনি দেশের হয়ে ৩৮টি টেস্ট, ৭৩টি একদিনের ম্যাচ ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আর আন্তর্জাতিক ক্রিকেটে ১৩টি শতরানসহ প্রায় ৯,০০০ রান রয়েছে। স্পিন বোলিংও করতে পারতেন শন মার্শ। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে কখনও বল করতে দেখা যায়নি। এবারের বিগ ব্যাশ লিগে পাঁচটি ম্যাচ খেলে দুটি অর্ধমতকসহ ৪৫.২৫ গড়ে ১৮১ রান করেছেন।

আরও পড়ুন -  বিজেপির দুর্নীতির প্রতিবাদ করে স্বারকলিপি জমা দিলেন, কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস

ছবিঃ সংগৃহীত।

Latest News

Weather Forecast: দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, কালবৈশাখীর দাপট

Weather Forecast: দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, কালবৈশাখীর দাপট।  গরমকালের আবহাওয়া: প্রখর রোদ, প্রকৃতির রঙিন রূপ। গ্রীষ্মকাল, বছরের সেই সময় যখন প্রকৃতি তার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img