দামি কোম্পানি এখন মাইক্রোসফট, অ্যাপলকে টপকে

Published By: Khabar India Online | Published On:

দামি কোম্পানি এখন মাইক্রোসফট, অ্যাপলকে টপকে।

বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন জায়গা করে নিয়েছে মাইক্রোসফট, অ্যাপলকে টপকে। শেয়ার বাজারে অ্যাপলের চাহিদা কমে যাওয়ার জন্য শীর্ষস্থান হারিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার বিশ্বের শীর্ষ কোম্পানি মাইক্রোসফটের বাজার মূলধন দাঁড়িয়েছে ২ দশমিক ৯০৩ ট্রিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে নেমে আসা অ্যাপলের বাজার মূলধন ছিল ২ দশমিক ৮৭১ ট্রিলিয়ন ডলার।

আরও পড়ুন -  Apple: কম দামি আইফোন ও আইপ্যাড বাজারে আনতে যাচ্ছে মার্কিন প্রযুক্ত কোম্পানি অ্যাপল

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০২১ সালের পর এই প্রথম দামী প্রতিষ্ঠানের তালিকায় এক নম্বরে নাম লেখালো মাইক্রোসফট। কয়েক বছর ধরেই প্রথম স্থান নিয়ে অ্যাপলের সঙ্গে তাদের প্রতিযোগিতা চলছে।
গত বছরের শেষদিকেই মাইক্রোসফটের শেয়ার ছিল উঠতির দিকে। সেই ধারাবাহিকতা বজায় থাকে এ বছরও। চ্যাটজিপিটি মেকার ওপেনএআইতে বিনিয়োগই তাদের এই সুখবর এনে দিয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন -  Bill Gates Warned: ভবিষ্যৎ মহামারি নিয়ে সতর্ক করেছেন বিল গেটস

শেয়ারবাজারে বৃহস্পতিবার তাদের শেয়ার বেড়েছে দশমিক ৭ শতাংশ। তাতে বাজারমূল্য দাঁড়িয়েছে ২ দশমিক ৮৬৫ ট্রিলিয়ন ডলারে।

সব মিলিয়ে মোট গত কয়েকদিনে মাইক্রোসফটের শেয়ার বেড়েছে ২ শতাংশ। এতে প্রতিষ্ঠানটির মোট বাজারমূল্য হয়েছে ২ দশমিক ৯০৩ ট্রিলিয়ন ডলার।

অপরদিকে, অ্যাপলের শেয়ার কমেছে দশমিক ৯ শতাংশ। প্রতিষ্ঠানটির মোট বাজারমূল্য হয়েছে ২ দশমিক ৮৭১ ট্রিলিয়ন ডলার।২০১৮ সালের পর থেকে বেশ কয়েকবার বিশ্বের সবচেয়ে দামী কোম্পানির খেতাব কেড়ে নিতে দেখা গেছে মাইক্রোসফটকে। তার মধ্যে সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি ছিল ২০২১ সালে। যখন করোনা মহামারির জন্য আইফোনের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছিলো। এতেই তার প্রভাব পড়েছিল অ্যাপলের শেয়ারমূল্যেও।

আরও পড়ুন -  Quran App: কোরআন অ্যাপ সরিয়ে নিলো অ্যাপল