31 C
Kolkata
Wednesday, May 22, 2024

ভোটার কার্ডের ছবি পরিবর্তন করতে চান? পাল্টেছে চেহারা বয়স বাড়ার সঙ্গে, জানুন পদ্ধতি

ভোটার কার্ডে থাকা যেকোনো ধরনের ভুল তথ্য সংশোধন করতে পারবেন বাড়িতে।

Must Read

ভোটার কার্ডের ছবি পরিবর্তন করতে চান? পাল্টেছে চেহারা বয়স বাড়ার সঙ্গে, জানুন পদ্ধতি।

চেহারার পরিবর্তন হয়েছে। কিন্তু ভোটার কার্ডে থেকে গেছে অনেক আগের ছবি। ডকুমেন্টস ভেরিফিকেশনে সমস্যার মধ্যে পড়ছেন? এখন বিভিন্ন সময়ে নিশ্চয়ই বিভিন্ন ক্ষেত্রে ভোটার কার্ড ব্যবহার করতে হয়।

ভোটার কার্ডে থাকা কয়েক দশক আগের ছবির সাথে বর্তমানে চেহারার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে ভোটার কার্ডে ছবি পরিবর্তন করার কথা ভাবতে হয়। কিভাবে ভোটার কার্ডের সাথে নতুন ছবি আপডেট করা সম্ভব বুঝতে পারছেন না। এই নিবন্ধটি পড়ুন।

আরও পড়ুন -  লোহিয়া মাতৃ সেবা হাসপাতাল

প্রথমেই বলি, কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে সহজেই ভোটার কার্ডে ছবি পরিবর্তন করতে পারবেন। এর জন্য সরকারি অফিস বা সার্ভিস সেন্টারে যাওয়ার দরকার নেই।

বিস্তারিত জেনে নেওয়া যাকঃ

আরও পড়ুন -  Dance Video: পর্দার তমন্না ভাটিয়াকে টেক্কা দুই যুবতীর ‘কাভালা’ গানে, দুর্দান্ত এই নাচ দেখেই নেটদর্শক বেসামাল

• পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (www.nvsp.in) গিয়ে হোমপেজে ভোটার সার্ভিস ট্যাবে ক্লিক করতে হবে।

* এখন কারেকশন অপশনে ক্লিক করে নিজের ভোটার আইডি নম্বরটি লিখে ফেলুন।

* নিজের ভোটার কার্ডের সম্পূর্ণ তথ্য স্ক্রিনে ভেসে উঠলে ছবির উপর ক্লিক করতে হবে।

আরও পড়ুন -  Madhumita Sarcar: বক্ষভাঁজ দেখালেন খুব কাজ থেকে, পুরুষ ভক্তদের ঘাম ঝরালেন মধুমিতা

* এখন পুরনো ছবির স্থানে নতুন ছবি আপডেট করে ফেলুন।

শুধুমাত্র ছবি নয়, ভোটার কার্ডে থাকা যেকোনো ধরনের ভুল তথ্য সংশোধন করতে পারবেন এই ভাবে বাড়িতে বসে। এই তথ্য সংশোধনের পর সেটি ভোটার কার্ডে আপডেট হতে ১৫-৩০ দিন পর্যন্ত সময় নেয়।

ছবিঃ প্রতীকী।

Latest News

Bullet Train: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়!

বুলেট ট্রেন: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়! ভারতীয় রেলের উন্নতিতে নতুন অধ্যায়! দ্রুতগামী ট্রেনের মাধ্যমে যাত্রীদের সময় বাঁচাতে দীর্ঘদিন ধরে কাজ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img