ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন

Published By: Khabar India Online | Published On:

পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন দায়িত্ব নেয়ার দুই বছরেরও কম সময়ের মধ্যে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন শিগগির মন্ত্রিসভার রদবদল করবেন বলে জল্পনা উঠেছে। আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, রয়টার্স এবং আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এলিজাবেথ বোর্নের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্বে থাকাকালীন তার কাজের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট।
এক বিবৃতিতে ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, প্রধানমন্ত্রী থাকাকালীন বোর্ন সাহস এবং প্রতিশ্রুতি পূরণ করে দেখিয়েছেন।

আরও পড়ুন -  শ্বশুর এবং পুত্রবধূ, সীমা অতিক্রম করলো সমস্ত লজ্জা, এই কাজ করে বসলো

ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন এলিজাবেথ বোর্ন। চলতি বছরের মাঝামাঝি ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন। আগেই মন্ত্রিসভায় রদবদল হতে পারে। সে জন্য এলিজাবেথ পদত্যাগ বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বোর্নের উত্তরসূরি হিসেবে কাকে নিযুক্ত করা হবে তা এখনো জানা যায়নি। কিন্তু নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বোর্ন প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।বোর্নকে ২০২২ সালের মে মাসে ফরাসি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হয়। গত বছরের শেষের দিকে কট্টরপন্থী, বিতর্কিত অভিবাসন বিল পাসের পরিপ্রেক্ষিতে তার প্রস্থান ঘটল।

আরও পড়ুন -  Bhojpuri Dance: ঘুটঘুটে অন্ধকার রাতে আম্রপালির বুকে মাথা দিলেন নিরাহুয়া, এই দেখে ঝড়ের গতিতে ভাইরাল ভিডিওটি

প্রসঙ্গত, পেনশন সংস্কার, সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানো ও অভিবাসন আইন নিয়ে বিতর্কের জন্য জনগণের অসন্তোষের মুখে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রন।

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের এখনো তিন বছর বাকি আছে। তার আগেই এই রদবদলে ম্যাক্রনের ভাবমূর্তি পুনরুজ্জীবিত করার সুযোগ পাবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন -  Nusrat-Yash: পার্টিতে ব্যস্ত নুসরত ! দুধের শিশুকে নিয়ে চিন্তা নেটিজেনদের !

ছবিঃ সংগৃহীত।