বিশ্ব শৌচাগার দিবসে ভারত সকলের জন্য শৌচাগারের সংকল্পকে দৃঢ় করছে : প্রধানমন্ত্রী

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ পরিচ্ছন্ন শৌচাগারের ফলে স্বাস্থ্য ক্ষেত্রে যথেষ্ট লাভ হয়েছে, একইসঙ্গে আমাদের নারী শক্তি সহ সকলের মর্যাদা রক্ষা হয়েছে : প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব শৌচাগার দিবসে বলেছেন যে দেশ সকলের জন্য শৌচাগার নিশ্চিত করতে তার সংকল্পকে দৃঢ় করছে।

আরও পড়ুন -  Kiara Advani: সাঁতারু ভক্তি শর্মার চরিত্রে, কিয়ারা আদভানি

এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন, ‘বিশ্ব শৌচাগার দিবসে ভারত #Toilet4Al (সকলের জন্য শৌচাগার)-এর তার সংকল্পকে দৃঢ় করছে। বিগত কয়েক বছর ধরে কোটি কোটি ভারতীয়ের জন্য পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা করা একটি অতুলনীয় উদ্যোগ। এরফলে স্বাস্থ্য ক্ষেত্রে যেমন যথেষ্ট লাভ হয়েছে, এছাড়াও আমাদের নারী শক্তি সহ সকলের মর্যাদা রক্ষা পেয়েছে।’ সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Pakistan Prime Minister: অনাস্থা ভোটের মাধ্যমে ভাগ্য নির্ধারণ, প্রধানমন্ত্রী ইমরান খানের