বিমানের দরজা মাঝ আকাশেই উড়ে গেল, জরুরি অবতরণ

Published By: Khabar India Online | Published On:

বিমানের দরজা মাঝ আকাশেই উড়ে গেল, জরুরি অবতরণ।

মাঝ আকাশেই উড়ে যাওয়ায় জরুরি অবতরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমানের দরজা। পোর্টল্যান্ড বিমানবন্দর থেকে বিমানটি উড়ার পর এ ঘটনা ঘটে।

শনিবার (৬ জানুয়ারি) এ খবর জানিয়েছে রয়টার্স।

যাত্রীদের ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, কেবিনের একটি মাঝের দরজা বিমান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই সময় দরজা দিয়ে বাইরের সবকিছু দেখা যাচ্ছে।

আরও পড়ুন -  Snigdhajit Bhowmik: টিভিতে নাটক করছো ? স্নিগ্ধজিৎ কি উত্তর দিলেন ?

আলাস্কা এয়ারলাইন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ( টুইটার) এ নিয়ে বিবৃতি দিয়েছে। তারা লিখেছে, পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার ওন্টারিওগামী এস১২৮২ বিমান উড়ার পর একটি ঘটনার সম্মুখীন হয়। বিমানটি ১৭১ যাত্রী ও ছয়জন ক্রুসহ নিরাপদে ফের পোর্টল্যান্ড বিমানবন্দরে অবতরণ করেছে।

আরও পড়ুন -  ভারতরত্ন ডাঃ বিধান চন্দ্র রায়ের ১৩৯ তম জন্মদিন ও ৫৯ তম মৃত্যুদিন পালন করল মালদা জেলা কংগ্রেস

কী হয়েছিল আমরা সেটি তদন্ত করছি। বিস্তারিত তথ্য জানা গেলে সেটি প্রকাশ করা হবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, আলাক্সা এয়ারলাইন্সের ফ্লাইট ১২৮২ সংক্রান্ত একটি ঘটনার তদন্ত করছে তারা।উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষক সংস্থা ‘ফ্লাইটরাডার২৪’ জানিয়েছে, আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজটি ১৬ হাজার ফুট উচ্চতায় উঠে গিয়েছিল। তার পরে দিক পরিবর্তন করে এটি আবার পোর্টল্যান্ড বিমানবন্দরে ফিরে আসে।

আরও পড়ুন -  Kim Jong Un: পরমাণু অস্ত্র নয়, দেশের খাদ্য সংকট নিয়ে বললেন কিম

ছবিঃ সংগৃহীত।