কারিনা থাকছে, যশের ‘টক্সিস’-এ

Published By: Khabar India Online | Published On:

দক্ষিণী সুপারস্টার যশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন করিনা সম্প্রতি করণ জোহরের চ্যাট শো KWK-এ এসে। হঠাৎ বেবোর মুখে যশের প্রশংসা শুনে অবাক হয়েছিলেন বন্ধু করণ।

পরে জানা যায়, আসলে ‘টক্সিক’-এ কাজ করার কথা চলছিল করিনার।

জানা যাচ্ছে, গীতু মোহনদাসের পরিচালনায় ‘টক্সিক’ ছবি দিয়েই দক্ষিণী সিনেমার দুনিয়াতে পা রাখছেন করিনা। এখানে ছবির গল্পে উঠে আসবে গোয়ার ড্রাগ মাফিয়াদের কেন্দ্র করে। একটি অ্যাকশন থ্রিলার। ‘টক্সিক’ মূলত কন্নড় ছবি হলেও একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন -  ঈদের আগে বড় ঘোষণা! সরকার বাড়ালো ৩% মহার্ঘ ভাতা, খুশির জোয়ার কর্মীদের মধ্যে

আগে যশ অভিনীত KGF এবং KGF-2 দুটিই বক্স অফিসে সুপারহিট। এটা Big Budget-এর ছবি বলেই জানা যাচ্ছে। এই ছবির জন্য যশ নাকি প্রস্তুতি শুরু করে দিয়েছেন, নিয়মিত শারীরিক কসরত করছেন।

আরও পড়ুন -  Shehnaaz Gill: নায়িকার কিলার স্টাইল, লাল ব্যাকলেস পোশাকে সমুদ্রের জলে, শেহনাজ ভাইরাল

সম্প্রতি যশ তাঁর X(পূর্বে টুইটার) হ্যান্ডেলে ছবির মোশন পোস্টার দিয়ে লেখেন, ‘তুমি যাঁকে খুজছো, সেই তোমাকে খুঁজছে।’ তবে যশের সেই পোস্টে কোনও করিনার উল্লেখ ছিল না। ‘টক্সিক’-এর নির্মাতারা এখনও অফিসিয়ালি কোনও ফিমেল কাস্টের কথা উল্লেখ করেননি। সম্প্রতি করণ জোহরের চ্যাট শো KWK-এ এসে যশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন করিনা। পরে জানা যায়, তখন থেকেই আসলে ‘টক্সিক’-এ কাজ করার কথা চলছিল করিনার।এই মুহূর্তে করিনার ‘বার্কিংহাম মার্ডারস’ রয়েছে মুক্তির অপেক্ষায়। টাবু, কৃতী শ্যাননদের সঙ্গে ক্রু-এর কাজও রয়েছে করিনার হাতে। কিন্তু শোনা যাচ্ছে করিনা-যশের ‘টক্সিক’ ২০২৪ নয়, ২০২৫-এ মুক্তি পাবে। ব্যক্তিগত ক্ষেত্রে যশ এবং করিনা দুজনেই তাঁদের পরিবারের সঙ্গে বিদেশে ছুটিতে রয়েছেন।

আরও পড়ুন -  Nuts: শীতকালে রোগ প্রতিরোধে বাদামের গুরুত্ব

ছবিঃ ফাইল।