১১ বছর পর প্রেমিকের মুক্তি, প্রেমিকাকে খুন

Published By: Khabar India Online | Published On:

১১ বছর পর প্রেমিকের মুক্তি, প্রেমিকাকে খুন।

দক্ষিণ আফ্রিকার জেল থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন প্রেমিক প্যারালিম্পিয়ান অস্কার পিস্টোরিয়াস, প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে খুন করার ১১ বছর পর।

খবর বিবিসি।

পিস্টোরিয়াসের বয়স এখন ৩৭। ২০১৩ সালে দরজা দিয়ে তিনি স্টিনক্যাম্পকে একাধিকবার গুলি করেন। পরে তিনি বলেন, তাকে চোর ভেবে তিনি ভুল করেছেন। আপিল আদালত আগের রায় বাতিল করে দিলে পিস্টোরিয়াস শেষ পর্যন্ত ২০১৫ সালে হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।

আরও পড়ুন -  Post Office Rules: নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার, পোস্ট অফিসের সেভিংস প্রকল্প নিয়ে, ক্লেম করার কত দিনের মধ্যে পাবেন টাকা?

কর্মকর্তারা নিশ্চিত করে জানান, ১৩ বছর পাঁচ মাস সাজার অর্ধেক ভোগ করে শুক্রবার পিস্টোরিয়াস নিজের বাড়িতে রয়েছেন।

স্টিনক্যাম্পের মা বলেন, তিনি প্রাক্তন ক্রীড়াবিদকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তবে বলেছেন, তার নিজের পরিবার ‘আজীবন কারাদণ্ড ভোগ করছে’।দক্ষিণ আফ্রিকার আইন অনুযায়ী, অপরাধীরা মোট সাজার অর্ধেক পূরণ করার পরে প্যারোলের জন্য বিবেচিত হয়ে থাকেন।পিস্টোরিয়াসকে কঠিন শর্তের মধ্যে থাকতে হবে। ২০২৯ সালে সাজা শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি গণমাধ্যমে কথাও বলতে পারবেন না।

আরও পড়ুন -  Lip-to-Lip: ঠোঁটে-ঠোঁট প্রেমিকার, অঙ্কুশের পোস্ট

ছবিঃ সংগৃহীত।