বস্তাবন্দি মৃতদেহ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বুধবার সকালে বস্তাবন্দি মৃতদেহ পাওয়া যাওয়ার পরে হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, হীরাপুরের সিআই শিবনাথ পাল এবং থানার ইনচার্জ সোমেন্দ্র সিং ঠাকুর। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। আশঙ্কা করা হচ্ছে যে কাউকে হত্যা করে বস্তাতে মৃতদেহ আনা হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হচ্ছে কিছু বলা সম্ভব নয়।

আরও পড়ুন -  Kherson: 'মৃত্যুর নগরী' তে পরিণত করতে চায় রাশিয়া, খেরসনকেঃ কিয়েভ

স্থানীয় লোকজন জানিয়েছেন, বুধবার সকালে নরসিংহ বাঁধ মিঠাই গলি এলাকায় লোকজন একটি বস্তা পড়ে থাকতে দেখেন।  এটি দেখার পরে লোকেরা সন্দেহজনক হয়ে ওঠে ওনারা পুলিশ কে খবর দেন। পুলিশ তদন্ত করতে গিয়ে দেখা গেল, বস্তার ভিতরে একটি ব্যক্তির লাশ রয়েছে।  পুলিশ বলছে যে বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্তের পরেই কিছু বলা যাবে।

আরও পড়ুন -  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের কাকা ও ভাইপোর মৃত্যু