নতুন বছর আসতেই সোনার দাম কমলো, ১০ গ্রাম সোনার সর্বশেষ দাম জেনে নিন

Published By: Khabar India Online | Published On:

নতুন বছর আসতেই সোনার দাম কমলো, ১০ গ্রাম সোনার সর্বশেষ দাম জেনে নিন।

আজকে ভারতীয় বাজারে সোনা ও রুপার দাম অনেকটাই পরিবর্তিত হয়েছে। ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৫৯ হাজার ৫০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ছিল ৬৪ হাজার ৪০০ টাকা। ২২ ক্যারেট সোনার গতকালের দাম ছিল ৬৮ হাজার ৬৫০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকাল ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ছিল ৬৩৯৬০ টাকা।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী আজ কৃষি পরিকাঠামো তহবিলের অধীনে এক লক্ষ কোটি টাকার কৃষি ঋণদান প্রকল্পের সূচনা করেছেন

রাজধানী লখনউতে আজকে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৫৯,০৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৬৪,৪০০ টাকা। অপরদিকে দিল্লির গাজিয়াবাদে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৫৯,০৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৬৪,৪০০।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দামে অস্বস্তি, কেমন রয়েছে আজকে বাজারদর!

আবার নয়ডায় ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৫৯,০৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৬৪,৪০০।

আগ্রায় ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৫৯,০৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৬৪,৪০০। কিন্তু লখনৌতে আজকে রুপার দাম পরিবর্তিত হয়েছে। আজকে এক কেজির রুপোর দাম ৭৯,২০০ টাকা। গতকাল রুপোর দাম ছিল প্রতি কেজি ৭৯,২০০ টাকা। কিন্তু উপরের সোনার দাম জিএসটি, টিসিএস ও অন্যান্য কর ছাড়া।

আরও পড়ুন -  দাম কমলো সোনার সপ্তাহের প্রথমে, জানুন আপনার শহরে ১০ গ্রাম সোনার লেটেস্ট রেট – GOLD PRICE

প্রতীকী ছবি।