37 C
Kolkata
Friday, May 17, 2024

বিশিষ্ট সমাজসেবী ডাক্তার বিবেকানন্দ দাগস এর স্মৃতির উদ্দেশ্যে কালী পূজা উপলক্ষে দুঃস্থদের কম্বল দান ও রক্তদান শিবিরে

Must Read

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ জঙ্গলমহলের মটগোদা মহামিলন সংঘের অন্যতম সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী ডাক্তার বিবেকানন্দ দাগস এর স্মৃতির উদ্দেশ্যে কালী পূজা উপলক্ষে দুঃস্থদের কম্বল দান রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছিল। সঙ্ঘের পক্ষ থেকে এলাকার আশিজন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন সংঘের সদস্য বৃন্দ। আর রক্তদান শিবিরে মোট বত্রিশ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। সংঘের সদস্য তন্ময় প্রহরাজ বলেন ডাঃ বিবেকানন্দ দাস ছিলেন সংঘের অন্যতম সদস্য তারই অনুপ্রেরণায় গত বৎসর পর্যন্ত কালী পূজা উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবামূলক কাজ করে এসেছে মহা মিলন সংঘ। কিন্তু এ বছর তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ মহা মিলন সংঘ। তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন। প্রতিবছরই আমরা এই সময় রক্তদান শিবিরের আয়োজন করব।

আরও পড়ুন -  Howrah: বর্ষায় শহর যাতে না ডোবে, তারজন্য ৫০টি ওয়ার্ডে নিকাশি নালার ডিসেলটিং এর কাজ শুরু হাওড়ায়

Latest News

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img