টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ সিবিআই বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেপ্তার করে বুধবার আসানসোল সিবিআই আদালতে আনা হয়েছে। লক্ষণীয় বিষয় হল, মালদা ও মুর্শিদাবাদে গরু চোরাচালানের মামলায় জড়িত থাকার কারণে সতীশ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে।
নিজাম প্যালেসে সিবিআই কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সেখানে তাকে সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সতীশ কুমার তদন্তে সহযোগিতা করছিলেন না। তাঁর বক্তব্যেও অনেক বৈষম্য ছিল। গরু চোরাচালানের ঘটনা প্রকাশের পরে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসী সংগঠন জেএমবির সাথে সংযোগের ক্ষেত্রে গো চোরাচালানের কেলেঙ্কারিও প্রকাশ্যে এসেছে। গো পাচারের মূল আসামি ইনামুল হকের সাথে গভীর সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
সূত্র থেকে জানা গেছে যে বাংলাদেশে অস্ত্র ও নগদ টাকা নিয়ে আসত গরু পাচার। লক্ষণীয় বিষয়, সিবিআই বিএসএফ এবং এই মামলায় পাঁচটি শুল্ক কর্মকর্তাকে নজর দিচ্ছে।