বড়দিনে কি বৃষ্টি? তাপমাত্রায় বড় রকমের হেরফের হতে পারে, আগামী কয়েক দিনের আবহাওয়ার আপডেট

Published By: Khabar India Online | Published On:

নানান রকমের আলোকসজ্জায় আলোকিত কলকাতার রাস্তাঘাট বড়দিন উপলক্ষে। শুরু হয়েছে বিভিন্ন স্থানে কেক বিক্রি। আবার এদিকে তাপমাত্রাও ব্যাপক ভাবে হ্রাস পেয়েছে।

গত এক সপ্তাহ ধরে কলকাতায় প্রচণ্ড ঠাণ্ডা চলছে। আবহাওয়ার সর্বশেষ আপডেটে হচ্ছে, সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়বে বলে আশা করা হচ্ছে। উৎসবের শুরুতে প্রচণ্ড ঠাণ্ডা থেকে মুক্তি পেতে পারেন মানুষ। শনিবার (২৩ ডিসেম্বর) থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে বিপরীত দিক থেকে আসা জলীয় বাষ্প দক্ষিণ-পূর্ব বা সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পের সঙ্গে বাতাসের গতিবেগ বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন -  Election Campaign: নির্বাচনী প্রচারে 14 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী উৎপল সিংহ

শুক্রবার পর্যন্ত কলকাতায় শীত অব্যাহত থাকবে। শুক্রবার বিকালের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শনিবার এবং রবিবার পারদ উপরে উঠবে। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা একই থাকবে। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন -  TRP List: টিআরপি তালিকায় নতুন চমক, বেঙ্গল টপার হল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক

গত ১১ ডিসেম্বর থেকে শুক্রবার (২২ ডিসেম্বর) পর্যন্ত টানা ১১ দিন রাজ্যের দক্ষিণাঞ্চলে প্রথম দফায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। আগামীকাল বিকেল থেকে আবহাওয়ার সামান্য পরিবর্তন দেখা যাবে। শনিবার এবং রবিবার তাপমাত্রা বাড়বে। ক্রিসমাসে তাপমাত্রা খুব বেশি নেমে যাওয়ার পরিবর্তে কিছুটা শুষ্ক থাকবে।

আরও পড়ুন -  হুঁশিয়ারি পাকিস্তানের, ভারত ফাটল ধরাতে পারবে না, পাক-চীন বন্ধুত্বের

রাজ্যের পশ্চিমাঞ্চলের আগামীকাল থেকে তাপমাত্রা হ্রাস পাবে। শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। পশ্চিম জেলায় আজ এবং আগামীকাল তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কোথাও কোথাও পারদ থাকবে ১০ ডিগ্রির তলায়।

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকবে। সাথে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই।