37 C
Kolkata
Thursday, May 16, 2024

পাথরপ্রতিমায় স্থায়ী সেবাকেন্দ্র গড়ছে ভারত সেবাশ্রম সংঘ

Must Read

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণাঃ   পাথরপ্রতিমায় স্থায়ী সেবাকেন্দ্র গড়ছে ভারত সেবাশ্রম সংঘ।

গ্রামীণ অঞ্চলে গরিব ও পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা তুলে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সংঘ। মোবাইল মেডিকেল ইউনিট ছাড়াও সুন্দরবনের বিভিন্ন এলাকায় স্থায়ী চিকিৎসা কেন্দ্র তৈরি হয়েছে।

আরও পড়ুন -  Train Accident In Mainaguri: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ময়নাগুড়িতে, বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে

এবার দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমার দূর্বাচটীর কৃষ্ণপুর গ্রামে সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে একটি স্থায়ী সেবাকেন্দ্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ রবিবার এক অনুষ্ঠানে সেবাকেন্দ্র ও ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরের শুভ ভিত পূজা শুরু হয়। সঙ্ঘের পক্ষে স্বামী অন্বেষানন্দজী মহারাজ এর সুচনা করেন। এ উপলক্ষে শতাধিক দুঃস্থ পরিবারের হাতে শীতবস্ত্র এবং মায়েদের শাড়ী তুলে দেওয়া হয় সঙ্ঘের পক্ষ থেকে এলাকার দুই বিশিষ্ট ব্যাক্তিত্ব প্রয়াত হারাধন দাস ও প্রয়াত বিমলা দাসের স্মৃতির উদ্দেশ্যে।

আরও পড়ুন -  সেরা নাচ দেখালেন Jamal Kodu গানে, এই ভিডিও দেখলে নেশা লেগে যাবে

এছাড়া ২৫জন বিশিষ্ট মানুষের হাতে স্বামী প্রণবানন্দ ভাবপ্রচার পরিষদের পক্ষে সঙ্ঘবাণী সম্মিলিত একটি স্মারক সম্মান তুলে দেওয়া হয় ৷ আগামী ২০২৫ সালের জন্মাষ্টমীর সময় এই মন্দির ও সেবাকেন্দ্র সাধারন মানুষের জন্যে খুলে দেবেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ ৷

আরও পড়ুন -  TV Serial: টিআরপি তালিকায় প্রথম স্থান কাল দখলে? পিছিয়ে গেল ‘গাঁটছড়া’ ও ‘মিঠাই

Latest News

Post Office Scheme: নিয়মে এলো কড়াকড়ি, এই কাজটি না করা হলে বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের স্কিম

Post Office Scheme: নিয়মে এলো কড়াকড়ি, এই কাজটি না করা হলে বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের স্কিম।  মানুষ ঝুঁকিহীন বিনিয়োগে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img