নবদ্বীপে বচসার জেরে ঘুষিতে মৃত্যু যুবকের

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ  নবদ্বীপে বচসার জেরে ঘুষিতে মৃত্যু যুবকের।

বচসার জেরে যুবকের মৃত্যু নবদ্বীপে। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার প্রতাপনগর মনিমালা লেন এলাকায়। মৃত যুবকের নাম গোবিন্দ দেবনাথ তার বাড়ি নবদ্বীপ প্রাচীন মায়াপুর মহাপ্রভু কলোনিতে।

আরও পড়ুন -  Vijay Deverakonda: বিজয় দেবেরাকোন্ডা ফেরত দেবেন, ছয় কোটি

স্থানীয় সুত্রে খবর, সোমবার রাতে মদ্যপ অবস্থায় দুই যুবকের বচসা বাধে। বচসায় গুড্ডু নামে এক যুবক গোবিন্দ কে বুকে ঘুসি মারলে সংজ্ঞাহীন হয়ে পড়ে। ঘটনার পর তাকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে।

আরও পড়ুন -  অঙ্গুরি ভাবি, হালকা নীল পোশাকে দর্শকদের নজর কাড়লেন, নতুন সেন্সেশন ইনস্টাগ্রামে

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা গোবিন্দ কে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। যুবকের মৃত্যুর পর অভিযুক্ত গুড্ডু পলাতক। পুলিশ গুড্ডুর খোজে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন -  Web Series: আলিয়া নাজ, ওয়েব সিরিজে লজ্জার সীমা অতিক্রম করেছেন, নেটিজেনদের ঘাম ছুটেছে