মালদায় বোন ফোঁটা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ   ক্যালেন্ডারে ভাইফোঁটার উল্লেখ থাকলেও বোন ফোঁটার কোন উল্লেখ নেই, তাহলে কি বোনেদের মঙ্গল কামনা করা যাবে না?

তাই এবারে মালদায় বোন ফোঁটার আয়োজন করা হলো।

আরও পড়ুন -  মহা মিছিল করে নমিনেশন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জল চৌধুরি

বোনরে তোর বাড়ুক আয়ু, জীবন যমে পড়ুক কাঁটা,শাস্ত্রগুরু চোখ রাঙ্গালেও, বোনরা দিক বোনকে ফোঁটা, এই মন্ত্র উচ্চারণ সহকারে বোনেদের মঙ্গল কামনায় মালদায় আয়োজিত হল বোন ফোঁটা।

আরও পড়ুন -  আমাবস্যায় নয়, ভূত চতুর্দশীতে পুজো হয় ইংরেজবাজার ব্যায়াম সমিতির মহাকালির

মালদা শহরের নজরুল সরণী সংলগ্ন মালদা উঠোনে আয়োজন করা হয় বোন ফোঁটার।

বিভিন্ন বয়সের মহিলারা একত্রিত হয়ে আজ বোন ফোঁটার আয়োজন করেন।

শঙ্খ বাজিয়ে নিয়ম নিষ্ঠার সঙ্গে মহিলারা পালন করেন বোন ফোঁটা।

আরও পড়ুন -  ভোটের নির্বাচনী প্রচারে না যাওয়ায় স্কুল পড়ুয়া ছাত্র কে হাতুড়ির বাড়ি মেরে মাথা ফাটানোর অভিযোগ টিএমসি নেতার বিরুদ্ধে

তাদের নিজেদের তৈরি মন্ত্র উচ্চারণ করে ফোটা দেন তারা। জানা গেছে এই বছর এই বোন ফোঁটা চার বছরে পড়ল।