মালদায় বোন ফোঁটা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ   ক্যালেন্ডারে ভাইফোঁটার উল্লেখ থাকলেও বোন ফোঁটার কোন উল্লেখ নেই, তাহলে কি বোনেদের মঙ্গল কামনা করা যাবে না?

তাই এবারে মালদায় বোন ফোঁটার আয়োজন করা হলো।

আরও পড়ুন -  ছয় রাজ্যের মূখ্যমন্ত্রীদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠক

বোনরে তোর বাড়ুক আয়ু, জীবন যমে পড়ুক কাঁটা,শাস্ত্রগুরু চোখ রাঙ্গালেও, বোনরা দিক বোনকে ফোঁটা, এই মন্ত্র উচ্চারণ সহকারে বোনেদের মঙ্গল কামনায় মালদায় আয়োজিত হল বোন ফোঁটা।

আরও পড়ুন -  ট্রাক্টর চালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

মালদা শহরের নজরুল সরণী সংলগ্ন মালদা উঠোনে আয়োজন করা হয় বোন ফোঁটার।

বিভিন্ন বয়সের মহিলারা একত্রিত হয়ে আজ বোন ফোঁটার আয়োজন করেন।

শঙ্খ বাজিয়ে নিয়ম নিষ্ঠার সঙ্গে মহিলারা পালন করেন বোন ফোঁটা।

আরও পড়ুন -  IND Vs AUS: ভারতীয় দলের বড় পরিবর্তন চতুর্থ টেস্টে, ৩ তারকা ক্রিকেটার ছাঁটাই হবেন

তাদের নিজেদের তৈরি মন্ত্র উচ্চারণ করে ফোটা দেন তারা। জানা গেছে এই বছর এই বোন ফোঁটা চার বছরে পড়ল।