এবার লেদার কমপ্লেক্স থানা এলাকায় বৃদ্ধের মৃত্যু

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ  ফের কলকাতায় প্রকাশ্যে কুপিয়ে খুন। এবার লেদার কমপ্লেক্স থানা এলাকায় বৃদ্ধের মৃত্যু। সোমবার ভোরে তারদহ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, মৃতের নাম ভোলা শেখ, বয়স ৬৭ বছর। পারিবারিক বিবাদের জেরে রবিবার রাতে তাঁর উপর হামলা চলে। এলোপাথাড়ি কোপেই প্রাণ হারান ভোলা শেখ। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে খবর। তবে অভিযোগ উঠছে তাঁর ভাগ্নি জামাইয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন -  Rohit Sharma: ক্ষিপ্ত সুনীল গাভাস্কর, গলি ক্রিকেট খেলছেন! রোহিতের IPL-এ পারফরমেন্স দেখে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর সাতষট্টির ভোলা শেখ পেশায় জনমজুর। শরিকদের সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল। তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি লেগে থাকত। সোমবার ভোর ৫টা নাগাদ বাড়ি থেকে চা খেতে বেরন ভোলা। অভিযোগ, সেসময়ই তারদহ বাজার এলাকায় তাঁকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। এর পরই চলে হামলা।

আরও পড়ুন -  উঁকি দিচ্ছে যৌবন বিকিনির মধ্যে থেকে, প্রায় ৫ কোটি মানুষ উপভোগ করলেন এই যুবতীর সাহসী ডান্স

জানা যাচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ভোলা শেখকে। মাথায়, ঘাড়ে, গলায় আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, দিন কয়েক ধরে মামার কাছে থাকছিলেন ভাগ্নি। তাঁর জামাই জাকিরের সঙ্গে সমস্যা চলছিল। এই ঘটনায় জাকিরের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। ভোলার উপর হামলায় জাকিরের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা এখনও তদন্তসাপেক্ষ।

আরও পড়ুন -  সব জায়গায় ইন্টারনেট সুবিধা, মাসের পর মাস ব্যবহার করুন কম খরচে