মা জগদ্ধাত্রীকে নিরঞ্জনের আগে বরণ করছেন পুরুষরা, শাড়ি পড়ে মাথায় ঘোমটা দিয়ে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ভদ্রেশ্বরঃ   ছেলেরা শাড়ি পড়ে মাথায় ঘোমটা দিয়ে মা জগদ্ধাত্রীকে নিরঞ্জনের আগে বরণ করছেন। এমনই অভিনব দৃশ্য দেখা যায় ভদ্রেশ্বর গঞ্জ ও ভদ্রেশ্বর তেতুলতলা বারোয়ারী তে।

আরও পড়ুন -  মরিশাসে নতুন সুপ্রিম কোর্ট ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

ভদ্রেশ্বর গঞ্জের পুজো প্রায় ২১৫ বছরের পুরনো। একসময় মেয়েরা বাড়ির বাইরে সেই ভাবে বের হতো না। কিন্তু তা বলে কি মায়ের বরণ হবে না? তাই ছেলেরাই শাড়ি পড়ে মাথায় ঘোমটা দিয়ে বরণ করা শুরু করেছিল। ২১৫ বছর ধরে নিরন্তনভাবে সেই প্রথায় চলে আসছে। ভদ্রেশ্বর গঞ্জ এবং তেতুলতলার এই ছেলেদের শাড়ি পড়ে বরণ দেখতে দূর দূরান্ত থেকে ভক্তেরা এসে ভিড় করে।

আরও পড়ুন -  বিদেশ থেকে চিকিৎসার জিনিস আনার ব্যবস্থা করলেন বলিউড শাহেনশা, অক্সিজেন কনসেনট্রেটর ও ভেন্টিলেটর