Ind vs Aus World Cup 2023: ফাইনাল ম্যাচের জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের।
ঘড়ির কাঁটা ছুটছে ফাইনালের দিকে। দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। পৃথিবীর বড় স্টেডিয়াম অর্থাৎ গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল ২২ গজ কাঁপাবেন ভারতীয় ক্রিকেট যোদ্ধারা।
বলে রাখি, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত দল হিসেবে ফাইনালে খেলা নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। অপরদিকে, বিশ্বকাপের শুরুতে টানা দুটি ম্যাচে পরাজয়ের পর দারুন ভাবে প্রত্যাবর্তন করেছে অস্ট্রেলিয়া।
তারা সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে অজি দুর্গ।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে ইতিমধ্যে উত্তেজনা শুরু হয়েছে ক্রিকেটপ্রেমীদের। প্রায় সকলে সমস্ত কাজ রেখে দিয়ে বিশ্বকাপের ফাইনাল স্টেডিয়ামে বসে উপভোগ করতে গুজরাটের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন।
কিন্তু সীমাবদ্ধ ট্রেন ও প্লেনের ভাড়া অত্যাধিক হওয়ার কারণে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন বহুজন।
সেই সমস্ত ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ক্রিকেটপ্রেমীদের দুশ্চিন্তা দূর করতে আজ দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
মাত্র ৬২০ টাকা ব্যয় করে দিল্লি থেকে আহমেদাবাদে পৌঁছাতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। আপনাদের বলি, শুধুমাত্র দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে নয়, মুম্বাই থেকে বিশ্বকাপের জন্য দুটি বিশেষ ট্রেন চালানোরও সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল বিভাগ।