31 C
Kolkata
Saturday, May 18, 2024

বিজেপি কি কি প্রতিশ্রুতি দিলো?

রাজস্থানে সরকার গঠনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বিজেপি।

Must Read

বিজেপি কি কি প্রতিশ্রুতি দিলো?

শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন রাজস্থানে কিছুদিনের মধ্যেই। সব রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়ে গিয়েছে ভোটের খেলা। সব রাজনৈতিক দল ইতিমধ্যেই নিজেদের ভোটের ইশতেহার ঘোষণা করেছে।

রাজস্থানের ২০০টি বিধানসভা আসনের জন্য ২৫শে নভেম্বর ভোট হওয়ার কথা৷ রাজস্থানে প্রতিবছর সরকার পাল্টাতে থাকে। একটানা পাঁচ বছরের বেশি কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারেনি রাজস্থানে। অনেক রাজনৈতিক দল রাজস্থানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেও সব থেকে বেশি বার জয়লাভ করেছে কংগ্রেস।

এখন রাজস্থানে কংগ্রেসের অশোক গেহলোটের সরকার আছে। যদি এই জায়গায় দাঁড়িয়ে সরকার গঠন করতে পারে কংগ্রেস তাহলে রাজস্থানের ইতিহাসে এই প্রথম কোন রাজনৈতিক দল একটানা দুবার ক্ষমতায় থাকবে।

আরও পড়ুন -  Election: চ্যালেঞ্জের মুখে এরদোয়ান, রবিবার তুরস্কে নির্বাচন

কিন্তু রাজস্থানে বিজেপির পাল্লা এ বছর বেশ ভারী। বসুন্ধরা রাজে সিন্ধিয়ার কাঁধে ভর করে এ বছর নির্বাচনে লড়াই করতে চলেছে বিজেপি।

এবার বিজেপি তাদের ইশতেহার প্রকাশ করেছে। বিজেপি তার ইশতেহারে সমাজের সব অংশকে কিছু কিছু প্রতিশ্রুতি দিয়েছে। এখানে বিশেষ করে নারী এবং যুবকদের উল্লেখ করব। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জেপি নাড্ডা রাজস্থানে এই ইশতেহার প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমাদের ইশতেহার তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি। সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস।

আরও পড়ুন -  Deepika Padukone: ‘পাঠান’ লুক প্রকাশ্যে এলো, দীপিকার

মহিলাদের বিশেষ কি কি থাকছে?

১. সমস্ত দরিদ্র পরিবারের ছাত্রীদের পিজি পর্যন্ত বৃত্তি।
২. লখপতি প্রকল্পের আওতায় ৬ লক্ষ গ্রামীণ মহিলাকে প্রশিক্ষণ।
৩. উজ্জ্বলার সুবিধাভোগীদের জন্য ৪৫০ টাকায় রান্নার গ্যাস।
৪. মাতৃ বন্দন যোজনার অধীনে প্রসবের সময় প্রদত্ত পরিমাণ ৪,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার ঘোষণা।
৫. দুর্বল শ্রেণীর মেয়েদের একাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার হবে।
৬. নারীর নিরাপত্তার জন্য, প্রতিটি থানায় থাকবে একটা নারীদের জন্য স্পেশাল থানা।
৭. ছাত্রীদের নিরাপত্তায় অ্যান্টি রোমিও সেল।
৮. প্রতি মেয়ের নামে সঞ্চয় ২ লাখ টাকা।
৯. বিনামূল্যে কেজি, মাধ্যমিক থেকে পিজি পর্যন্ত শিক্ষা।
১০. দ্বাদশ পাস করা ছাত্রীদের স্কুটি।
১১. তরুণদের জন্যও বিশেষ প্রতিশ্রুতি।
১২. পর্যটন দক্ষতা তহবিল তৈরি করে প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ৫ লাখ যুবকের কর্মসংস্থান।
১৩. আগামী ৫ বছরে দেশের তরুণদের আড়াই লাখ সরকারি চাকরির প্রতিশ্রুতি রয়েছে।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দাম হটাৎ পরিবর্তন কলকাতায়, ক্রেতারা চিন্তায়, আজকে বাজারদর কি রয়েছে?

Latest News

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img